ইরানের চামরান পার্কের মনোমুগ্ধকর ফুলবাগান
মার্চ ২৭, ২০২১ ১৭:১৪ Asia/Dhaka
-
ইরানের চামরান পার্কের ফুলের বাগান
ইরানে বসন্তের শুরুতে কারাজের চামরান পার্কের একটি মনোমুগ্ধকর ফুলবাগান।
ফুলের এ বাগানটি কারাজের চামরান পার্কে অবস্থিত। পার্কের এ বাগানটির আয়তন প্রায় ৪০ হেক্টর। এ পার্কে প্রায় ৩০০ প্রজাতির ফুল ও উদ্ভিদ আছে।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ