নিষেধাজ্ঞা তুলে নেয়া সমঝোতায় ফেরার প্রাথমিক পদক্ষেপ: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i89518-নিষেধাজ্ঞা_তুলে_নেয়া_সমঝোতায়_ফেরার_প্রাথমিক_পদক্ষেপ_আরাকচি
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং পলিটিক্যাল ডেপুটি বলেছেন: পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া। সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, সত্যিকার অর্থে নিষেধাজ্ঞা বাস্তবে তুলে নেয়া হলে ইরানও সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে। পরমাণু সমঝোতার যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠকে তিনি আজ এ ব্যাপারে ইরানের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০২, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং পলিটিক্যাল ডেপুটি বলেছেন: পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া। সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, সত্যিকার অর্থে নিষেধাজ্ঞা বাস্তবে তুলে নেয়া হলে ইরানও সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে। পরমাণু সমঝোতার যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠকে তিনি আজ এ ব্যাপারে ইরানের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলেন।

আরাকচি আরও বলেন, আমেরিকার সমঝোতায় ফেরার জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই। তারা যেভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইরানের ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে ঠিক সেভাবেই আবার ফিরে গিয়ে নীতিমালা ভঙ্গ করা বন্ধ করতে পারে।

সমঝোতার রক্ষায় সকল পক্ষই নিজ নিজ অঙ্গিকার পালনের ওপর জোর দেওয়া হয় এবং যৌথ কমিশনের পরবর্তী বৈঠক আগামি মঙ্গলবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়। বৃথা সময় নষ্ট না করে কী করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় সে বিষয়সহ আরও বিভিন্ন বিষয়ে ভিয়েনা বৈঠকে আলোচনা হবে।

পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে।  ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরান এবং ৪+১ গ্রুপ অর্থাৎ চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রিটেনের প্রতিনিধিরা অংশ নেন।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।