দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে পাওনা অর্থ বুঝিয়ে দেয়ার আহ্বান জানাল ইরান
(last modified Sun, 11 Apr 2021 23:59:37 GMT )
এপ্রিল ১২, ২০২১ ০৫:৫৯ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী (বামে) ও ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট
    যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী (বামে) ও ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া তার দেশের বিপুল পরিমাণ অর্থ ফেরত দেয়ার জন্য সিউলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি রোববার তেহরান সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জং সি গিউনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। বৈঠকের পর জাহাঙ্গিরি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, বিগত কয়েক বছর ধরে এই পাওনা অর্থের বিষয়টি দু’দেশের সম্পর্ককে চরম অচলাবস্থার মুখে দাঁড় করিয়েছে।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘গত তিন বছর ধরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা অনুসরণ এবং দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলো ইরানের তেল বিক্রির ৭০০ কোটি ডলার অর্থ আটকে রাখার কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানান ইরানের ভাইস প্রেসিডেন্ট

জাহাঙ্গিরি দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করে বলেন, ইরানে যখন করোনাভাইরাসসহ অন্যান্য কারণে প্রচণ্ডভাবে অর্থের প্রয়োজন তখন দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো ওই অর্থের বিনিময়ে ইরানকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পর্যন্ত সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ইরানের অর্থ আটকে রাখার কারণে ক্ষতিপূরণ দেয়ার জন্যও দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান।

এ সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বিগত অর্ধ শতকে ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে স্বীকার করেন, এই সম্পর্ক মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে দক্ষিণ কোরিয়া যে এই সম্পর্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায় তার এই সফর সে প্রত্যয়ের প্রমাণ বলে তিনি দাবি করেন। দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ সংক্রান্ত জটিলতা শিগগিরই কেটে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/১২  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ