'ইরানের পরমাণু বিজ্ঞানীদের মনোবল অটুট রয়েছে'
https://parstoday.ir/bn/news/iran-i90086-'ইরানের_পরমাণু_বিজ্ঞানীদের_মনোবল_অটুট_রয়েছে'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থা বলেছে, নাতাঞ্জ পারমাণবিক  স্থাপনা দ্রুততার সঙ্গে তার লক্ষ্য পূরণ করবে। সংস্থাটি এক বিবৃতিতে আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৪, ২০২১ ১৬:৫২ Asia/Dhaka
  • 'ইরানের পরমাণু বিজ্ঞানীদের মনোবল অটুট রয়েছে'

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থা বলেছে, নাতাঞ্জ পারমাণবিক  স্থাপনা দ্রুততার সঙ্গে তার লক্ষ্য পূরণ করবে। সংস্থাটি এক বিবৃতিতে আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে।

পরমাণু শক্তি সংস্থা আজ এক টুইটার বার্তায় আরও বলেছে, নিষেধাজ্ঞা আরোপ, পরমাণু বিজ্ঞানী হত্যা, সেন্ট্রিফিউজ এসেমব্লিং হল ধ্বংস এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার মধ্যদিয়ে কেবল ইসলামী ইরানের শত্রুদের ব্যর্থতা ফুটে উঠেছে। ইরানি পরমাণু বিজ্ঞানীদের মনোবল শত্রুদেরকে হতাশ করে দিয়েছে।

এই বিবৃতিতে আরও বলা হয়, গোটা বিশ্বই আবারও ইরানি বিজ্ঞানীদের সক্ষমতা প্রত্যক্ষ করবে। ইরানের বিজ্ঞানীদের মনোবল ও দৃঢ়তা অটুট রয়েছে বলে জাতীয় পরমাণু শক্তি সংস্থা উল্লেখ করেছে।

গত সোমবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতা চালিয়েছে ইরানের শত্রুরা। তেহরান বলেছে, এই নাশকতার সঙ্গে দখলদার ইসরাইল জড়িত রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।