পারমাণবিক কেন্দ্রে নাশকতার হোতার ছবি প্রকাশ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i90258-পারমাণবিক_কেন্দ্রে_নাশকতার_হোতার_ছবি_প্রকাশ_করল_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতার হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়। ঐ ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে আজ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৭, ২০২১ ১৮:০৭ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতার হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়। ঐ ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে আজ।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, রেজা কারিমি নামের ঐ ব্যক্তি নাশকতার ঘটনার আগেই বিদেশে পালিয়ে গেছে। তবে আইনি পন্থায় তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

গত রোববার ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গোলযোগ সৃষ্টির খবর আসে।

এরপর জাতীয় পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহি জানান, এটি ছিল নাশকতা এবং নাশকতার ক্লু পাওয়া গেছে। নাশকতার পেছনে ইহুদিবাদী ইসরাইল রয়েছে বলে ইরানি কর্মকর্তারা সে সময় জানিয়েছেন।  #

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।