এপ্রিল ২০, ২০২১ ১৫:২৫ Asia/Dhaka
  • ইসমাইল কায়ানি
    ইসমাইল কায়ানি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, প্রতিরোধ সংগ্রাম চলছে, চলবে। ইমাম মাহদি (আ.)’র নেতৃত্বে শাসন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

তিনি আজ (মঙ্গলবার) ইস্ফাহানে কুদস ফোর্সের উপ-প্রধান মোহাম্মাদ হেজাজির দাফন অনুষ্ঠানে এ কথা বলেন। কায়ানি আরও বলেন, বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট ইরান থেকে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। দখলদার ইসরাইলের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রামই হলো মৌলিক পন্থা।

কুদস ফোর্সের প্রধান বলেন,প্রতিরোধ সংগ্রাম এমন একটি পন্থা যাতে বিজয়ের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। বিশ্বব্যাপী ইমাম মাহদি (আ.)’র শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। এ সময় তিনি মেজর জেনারেল হেজাজির নানা ক্ষেত্রে অসীম ত্যাগ, সাহসিকতা ও অবদানের কথা তুলে ধরেন।

মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন হেজাজি গত রোববার মৃত্যুবরণ করেছেন। তিনি ইরান-ইরাক যুদ্ধের সময় রাসায়নিক হামলার শিকার হয়েছিলেন। এ কারণে নানা জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বার্তা দিয়েছেন। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়া শোকবার্তা পাঠিয়েছেন। তারা ইসলামের পক্ষে এই কমান্ডারের ভূমিকার প্রশংসা করেছেন। #

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ