ইরানে করোনায় আরো মারা গেছে ৪৫৪ জন
https://parstoday.ir/bn/news/iran-i90672-ইরানে_করোনায়_আরো_মারা_গেছে_৪৫৪_জন
ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণে মোট ৬৯ হাজার ৫৭৪ জন মারা গেলেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (রোববার) এ তথ্য জানিয়েছে। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৫, ২০২১ ১৮:৪৮ Asia/Dhaka
  • করোনায় ইরানে মৃত্যু
    করোনায় ইরানে মৃত্যু

ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণে মোট ৬৯ হাজার ৫৭৪ জন মারা গেলেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (রোববার) এ তথ্য জানিয়েছে। 

গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ হাজার ১৬৫টি সংক্রমনের ঘটনা শনাক্ত করা হয়েছে যার মধ্যে তিন হাজার ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ পর্যন্ত ইরানে ২৩ লাখ ৮৬ হাজার ২০৪জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ৫১৭ জন। 

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৫,২০৬ জনের অবস্থা গুরুতর এবং তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ইরানে এ পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৭৬৬ জনকে পরীক্ষা করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫