নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্বোধন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i91960-নতুন_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_ও_রাডার_উদ্বোধন_করল_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ (শুক্রবার) নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'নাইন দেই' ও রাডার ব্যবস্থা 'কুদস' উদ্বোধন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২১, ২০২১ ১৮:৪৪ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন সালামি
    বক্তব্য রাখছেন সালামি

ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ (শুক্রবার) নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'নাইন দেই' ও রাডার ব্যবস্থা 'কুদস' উদ্বোধন করেছে।

এ সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'নাইন দেই' শত্রুর ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিমান, বিমান থেকে নিক্ষিপ্ত বোমা এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম। খুব অল্প দূরত্ব থেকে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি।

এছাড়া 'কুদস' রাডার ব্যবস্থা সহজে মোতায়েন ও স্থানান্তরযোগ্য। প্রতিরক্ষা ক্ষেত্রে এই রাডার অত্যন্ত কার্যকরি।

গাজা নামের বিশাল ড্রোন উন্মোচনের একই সময়ে আজ এ দু'টি সামরিক সাফল্যও উন্মোচন করেছে ইরান। বড় আকারের কৌশগত ড্রোন 'গাজা' উন্মোচনের মধ্যদিয়ে ইরান ড্রোন শক্তিতে আরও এক ধাপ এগোল। এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে।

৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে। #

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।