ব্লিঙ্কেনের বক্তব্যের যে জবাব দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
(last modified Mon, 24 May 2021 23:17:34 GMT )
মে ২৫, ২০২১ ০৫:১৭ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিনীদের উচিত বাগাড়ম্বর বাদ দিয়ে বাস্তব পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এক বক্তব্যের জবাবে একথা বলেন সাঈদ খাতিবজাদে।

তিনি সোমবার তেহরানে বলেন, আমেরিকা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাহলে তা যাচাই করে দেখার পর ইরানও পরমাণু সমঝোতায় পরিপূর্ণভাবে ফিরে যাবে।

ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান সংলাপ প্রসঙ্গে ব্লিঙ্কেন সম্প্রতি বলেছিলেন, তিনি পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে ইরানের মধ্যে কোনো আগ্রহ দেখতে পাচ্ছেন না।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে আমেরিকার রয়েছে কালো ইতিহাস। ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হওয়ার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ওয়াশিংটন কখনোই এটি পুরোপুরি বাস্তবায়ন করেনি এবং ২০১৮ সালের মে মাসে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এটি থেকে বেরিয়ে গেছে।

খাতিবজাদে বলেন, কাজেই এখন আমেরিকার মুখে বাগাড়ম্বর শোভা পায় না বরং তাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আমেরিকার মধ্যে সদিচ্ছা দেখতে পাওয়া গেলে ইরানও উপযুক্ত পদক্ষেপ নেবে বলে তিনি মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ