ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বিতীয় টিভি বিতর্ক জমে উঠেছে
(last modified Tue, 08 Jun 2021 12:58:17 GMT )
জুন ০৮, ২০২১ ১৮:৫৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বিতীয় টিভি বিতর্ক জমে উঠেছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সাত প্রার্থীর মধ্যে দ্বিতীয় টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ইরান সময় বিকেল ৫টায় এই বিতর্ক শুরু হয়ে চলে রাত পৌনে ৯টা পর্যন্ত

আজকের বিতর্কের বিষয় হচ্ছে সমাজ, সংস্কৃতি ও রাজনীতি। বিতর্ক শুরুর আগে লটারির মাধ্যমে প্রার্থীদের চেয়ার নির্ধারণ করা হয়। প্রতিটি চেয়ারের রয়েছে আলাদা ক্রমিক নম্বর। গত শনিবার প্রথম টিভি বিতর্কে অংশ নেন সাত প্রার্থী। 

এরইমধ্যে বিতর্ক জমে উঠেছে। প্রার্থীরা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানের বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। এরইমধ্যে কোনো কোনো প্রার্থী আগের সরকারের সমালোচনা করে শ্লোগান নির্ভর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন গত বিতর্কে তাকে আক্রমণ করে অনেক কথা বলা হয়েছে। কিন্তু তিনি এসবের উত্তর দেবেন না, জনগণই এর বিচার করবেন।

প্রথম বিতর্ক অনুষ্ঠানে তারা অর্থনীতি নিয়ে নিজেদের বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরেন। ঐ বিতর্কে প্রার্থীরা কোনো কোনো ইস্যুতে পরস্পরকে আক্রমণ করেও কথা বলেছেন।

তৃতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এরপর আগামী ১৮ জুন শুক্রবার ভোট গ্রহণ করা হবে। প্রতিটি বিতর্কই ইরানের একাধিক টিভি ও রেডিও চ্যানেল থেকে সম্প্রচারিত হচ্ছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১ততম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত সাত প্রার্থী হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।#   

পার্সটুডে/এসএ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ