প্রিয়জনসহ কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি
https://parstoday.ir/bn/news/iran-i92912-প্রিয়জনসহ_কয়েকটি_অনুষ্ঠান_সম্পর্কে_ভালো_লাগার_অনুভূতি
আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা কুশলে আছেন। সুস্থ ও নিরাপদে আছেন। যেমন শুনলাম ৭ জুন, ২০২১ তারিখের কয়েকটি অনুষ্ঠান। সবার প্রিয় এবং আমারও প্রিয় প্রিয়জন অনুষ্ঠানের শুরুতে জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা প্রসঙ্গে সুন্দর অনুসরণীয় একটি হাদিস খুব ভালো লেগেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১০, ২০২১ ১৮:৫৯ Asia/Dhaka
  • প্রিয়জনসহ কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি

আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা কুশলে আছেন। সুস্থ ও নিরাপদে আছেন। যেমন শুনলাম ৭ জুন, ২০২১ তারিখের কয়েকটি অনুষ্ঠান। সবার প্রিয় এবং আমারও প্রিয় প্রিয়জন অনুষ্ঠানের শুরুতে জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা প্রসঙ্গে সুন্দর অনুসরণীয় একটি হাদিস খুব ভালো লেগেছে।

এ সপ্তাহের প্রিয়জনে ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে নতুন শ্রোতা রাসেল মণ্ডলের সাক্ষাৎকার শুনলাম। সম্ভবতঃ কোনো বেতারে এটিই তার প্রথম সাক্ষাৎকার। সরাসরি নির্দিষ্ট কোনো অনুষ্ঠান সম্পর্কে মতামত না থাকলেও মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা এবং এতে ইরানের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে রাসেলের অনুভূতি ভালো লেগেছে।

চিঠি ই-চিঠি পর্বে শ্রোতাবোন রুশিয়া জামান রত্নার ‘ফিলিস্তিনময় পার্সটুডে’ বিষয়ে লেখাটি হৃদয় ছুঁয়ে গেছে। এছাড়া বন্ধু হারুন অর রশীদ ও অন্যান্যদের লেখাগুলোও ছিল আকর্ষণীয়।

শ্রোতাবন্ধু সাহাদত ভাইয়ের দুটি প্রশ্নের জবাবে ড. সোহেল আহমেদ ভাইয়ের কাছ থেকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত বিশেষ তথ্য আহরিত হওয়ায় আমিও বিশেষভাবে উপকৃত হয়েছি। সবশেষে আরবি ফার্সি ও ইংরেজি ভাষার সমবেত গানটিও ছিল হৃদয়গ্রাহী। এত সুন্দর প্রিয়জন উপহার দেয়ার জন্য নাসির মাহমুদ ভাই, আশরাফুর রহমান ভাই ও আকতার জাহান আপাকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

অন্যদিকে দৃষ্টিপাতে নাইজেরিয়াসহ পশ্চিম আফ্রিকার সন্ত্রাসী তৎপরতা নিয়ে তথ্যমূলক প্রতিবেদনের জন্য রেজোয়ান হোসেন ভাইকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার সম্পর্কে অর্থমন্ত্রীর জবাবসহ সংশ্লিষ্ট বিষয়ে রিপোর্ট করার জন্য আব্দুর রহমান খান ভাইকেও ধন্যবাদ। গাজী আব্দুর রশিদ ভাইয়ের উপস্থাপনায় কথাবার্তার এ পর্বে বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের বক্তব্য প্রসঙ্গে জনাব সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণ বরাবরের মতোই তথ্যসমৃদ্ধ। শ্রোতাদের মনোরঞ্জনে এতসব আয়োজন উপস্থাপন করার জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে জানাচ্ছি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা ভালো ও নিরাপদ থাকুন এই শুভ কামনা জানিয়ে আজকের মত রাখছি।

 

আব্দুল কুদ্দুস মাস্টার

সভাপতি, শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব

উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম-৫৬৭০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।