জুন ১৪, ২০২১ ০৫:১৭ Asia/Dhaka
  • ‘ইরানি জনগণের একদিনের জন্যও নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয়’

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের জনগণের একদিনের জন্যও নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয়। তিনি আমেরিকার বর্তমান সরকারকে মানবতা বিরোধী অপরাধের অংশীদার বলেও অভিহিত করেছেন।

আরাকচি রোববার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, মার্কিন সরকার বিগত তিন বছরে বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাসকারী প্রতিটি ইরানি নাগরিকের ওপর বেআইনি ও বর্বরোচিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। ১৪৪ দিন আগে ক্ষমতায় আসা বর্তমান মার্কিন সরকার সাবেক ট্রাম্প প্রশাসনের এই মানবতা বিরোধী অপরাধের অংশীদারে পরিণত হয়েছে।

আরাকচি আরো বলেন, আমেরিকা এমন সময় এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে যখন ইরানি জনগণকে একদিনের জন্যও নিষেধাজ্ঞার আওতায় রাখার অধিকার কারো নেই।

সাইয়্যেদ আব্বাস আরাকচি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাশ্চাত্যের সঙ্গে ইরানের ধারাবাহিক সংলাপ চলছে তখন এ বক্তব্য দিলেন ওই সংলাপে ইরানি প্রতিনিধিদলের প্রধান আরাকচি। এ সংলাপের ষষ্ঠ দফা আলোচনা শনিবার ভিয়েনায় শুরু হয়েছে।

আরাকচি এ সম্পর্কে বলেন, দু’পক্ষের মধ্যে মতপার্থক্যের জায়গাগুলোতে আগের চেয়ে দ্রুত গতিতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, আমেরিকাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং তার কার্যকারিতা পরীক্ষা করে দেখার পর ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে। এখন পর্যন্ত তেহরান এই নীতি নিয়ে সংলাপে অংশগ্রহণ করছে।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ