নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i93390-নবনির্বাচিত_প্রেসিডেন্টের_সঙ্গে_দেখা_করে_শুভেচ্ছা_জানালেন_ইরানের_বর্তমান_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ড. ইব্রাহিম রায়িসির দপ্তরে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। প্রেসিডেন্ট হিসেবে রায়িসির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই তার দপ্তরে উপস্থিত হন রুহানি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৯, ২০২১ ১৫:৪৮ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ড. ইব্রাহিম রায়িসির দপ্তরে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। প্রেসিডেন্ট হিসেবে রায়িসির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই তার দপ্তরে উপস্থিত হন রুহানি।

এ সময় তাদের মধ্যে বৈঠক হয়। তারা নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং এর প্রভাব নিয়ে কথা বলেন।

এর আগে রুহানি এক বক্তব্যে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, এখনও নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি। তবে যতটুকু ভোটগণনা হয়েছে তা থেকে বিজয়ী স্পষ্ট হয়েছে। বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাঁর জন্য শুভকামনা করছি।

দেড় মাসের মাধ্যমেই তিনি নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানান ড. রুহানি।

প্রেস ব্রিফিংয়ে ড. হাসান রুহানি ও ড. ইব্রাহিম রায়িসি

ইরানের বিচার বিভাগের বর্তমান প্রধান রায়িসি বিপুল ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট রুহানি সংস্কারপন্থী ধারার রাজনীতিবিদ। এই নির্বাচনে তাদের প্রার্থী ছিলেন আব্দুন নাসের হেম্মাতি। সংস্কারপন্থী এই প্রার্থী ভোটের পরিমাণের হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছেন।#

পার্সটুডে/এসএ/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।