তেলের বাজারে ইরানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ওপেক সদস্যরা উদ্বিগ্ন: মন্ত্রী
(last modified Fri, 02 Jul 2021 05:41:04 GMT )
জুলাই ০২, ২০২১ ১১:৪১ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে
    ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল আসতে শুরু করলে তেলের দামের ওপর এর কী প্রভাব পড়ে তা নিয়ে ওপেকভুক্ত কোনো কোনো দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ওপেকের তেলমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে জাঙ্গানে একথা জানান। তিনি বলেন, ওপেক চায় মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে ইরানের পরবর্তী সরকার যেন আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করার সময় এর দামের দিকে খেয়াল রাখে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ সংলাপ থেকে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে সব পক্ষ আশা করছে।

চুক্তি হলে ইরানের তেল বিক্রির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সে বিষয়টিতে মাথায় রেখে ইরানের ঐতিহ্যবাহী তেল ক্রেতারা এরইমধ্যে ইরানকে তেলের অর্ডার দিতে শুরু করেছে।

বৃহস্পতিবার নিজ দপ্তর থেকে ওপেকের ভার্চুয়াল বৈঠকে যোগ দেন জাঙ্গানে

জাঙ্গানে বলেন, বৃহস্পতিবারের বৈঠকে ওপেকের মহাসচিব ইরানের তেল সরবরাহ নিয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন।  আগামী মাসের মাঝামাঝি সময়ে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দেশের ক্ষমতা গ্রহণ করবেন। তার নেতৃত্বাধীন নয়া প্রশাসন  বুঝেশুনে তেল রপ্তানি শুরু করবে বলে জাঙ্গানে আশা প্রকাশ করেন।

ওপেক থেকে প্রকাশিত তথ্যচিত্রে দেখা যাচ্ছে, ইরান এরইমধ্যে তার মাসিক তেল উত্তোলন বাড়িয়ে দিয়েছে এবং দৈনিক ২৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। রপ্তানি শুরু করতে না পারলেও উৎপাদিত তেল মজুদ করে রাখছে তেহরান যাতে নিষেধাজ্ঞা উঠে গেলে রপ্তানি করার জন্য উৎপাদনের ঘাটতিতে সমস্যা না হয়। ২০১৮ সালে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে ইরান দৈনিক ৩৮ লাখ ব্যারেল তেল উৎপাদন করত।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ