‘উৎপাদন ২০ লাখ ব্যারেল বাড়াতে পারলে আয় বাড়বে ২ হাজার বিলিয়ন ডলার’
(last modified Sun, 04 Jul 2021 23:20:43 GMT )
জুলাই ০৫, ২০২১ ০৫:২০ Asia/Dhaka
  • ‘উৎপাদন ২০ লাখ ব্যারেল বাড়াতে পারলে আয় বাড়বে ২ হাজার বিলিয়ন ডলার’

ইরানের তেল উৎপাদন দৈনিক দুই লাখ ব্যারেল বাড়াতে পারলে দেশের আয় দুই হাজার বিলিয়ন ডলার বাড়বে বলে খবর দিয়েছেন ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে।

তিনি রোববার বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা খুব সহজে দৈনিক ৬০ লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পারি যা দেশের জন্য দুই হাজার বিলিয়ন ডলার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা এনে দিতে পারবে।

জাঙ্গানে বলেন, ফার্সি ১৪২০ সাল নাগাদ (২০৪১ খ্রিস্টাব্দ) ইরানের পক্ষে প্রায় ৩০ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব যার অর্থ অতিরিক্ত দুই হাজার বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয়।ইরানের তেলমন্ত্রী বলেন, এই আয় দিয়ে আমরা প্রযুক্তিগত দিক দিয়ে নতুন যুগে প্রবেশ করব, আমাদের জিডিপি বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয়ও বেড়ে যাবে।

 ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে

তিন বছরের বেশি সময় ধরে ইরানের তেল রপ্তানি প্রায় বন্ধ থাকার পর আবার এই তেল আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলে কী পরিস্থিতি তৈরি হতে পারে এমন প্রশ্নের উত্তরে জাঙ্গানে বলেন, ইরানের তেল আবার রপ্তানি শুরু হলে আন্তর্জাতিক বাজারে এর তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এর কারণ হিসেবে তিনি বলেন, তেলের বাজার নিয়ন্ত্রণের মতো উপযুক্ত পদক্ষেপ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক নিতে পারবে। 

ইরানের তেলমন্ত্রী বলেন, গত তিন বছরে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা চলার সময় দেশের তেল খাতে বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কাজেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অল্প কিছু সময়ের মধ্যে ইরান তেল রপ্তানির দিক দিয়ে নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারবে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ