জুলাই ০৩, ২০২১ ১৫:৩৩ Asia/Dhaka

মার্কিন হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার ৩৩তম বার্ষিকী আজ (শনিবার) পালিত হচ্ছে। আমেরিকার ওই হামলায় বেসামরিক যাত্রীবাহী বিমানের ২৯০ জন আরোহীর সবাই শহীদ হন। এ উপলক্ষে আজ ইরানি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছিটানো হয়েছে।

হরমুজ প্রণালী ও হাঙ্গাম এলাকার অদূরে পানিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। ফুল ছিটানোর সময় জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং উপস্থিত সবাই ‘আমেরিকা ও ইসরাইল ধ্বংস হোক’ বলে শ্লোগান দেন। তারা বলেন, আমেরিকা যে মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধী তার প্রমাণ হলো এই গণহত্যা। এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না।

 

১৯৮৮ সালের ৩ জুলাই পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস ভিনসেনেস থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে ২৭৪ জন যাত্রী ও ১৬ ক্রু ছিলেন।

বন্দর আব্বাস থেকে দুবাইয়ে যাওয়ার সময় হরমুজ প্রণালীর আকাশে বিমানটিকে ধ্বংস করা হয়। বিমানের ২৯০ আরোহীর মধ্যে ৬৬টি শিশু ও ৫৩ জন নারী ছিলেন।
মার্কিন কর্মকর্তারা সেসময় মিথ্যা দাবি করেছিলেন যে, তাদের যুদ্ধজাহাজ ভুল করে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে। কিন্তু পরবর্তীতে সমস্ত লাজ-লজ্জার মাথা খেয়ে যুদ্ধাজাহাজের ক্যাপ্টেনকে পুরস্কৃত করে আমেরিকা।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ