আইআরআইবি ফ্যান ক্লাবের ফিলিস্তিন বিষয়ক কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশ
(last modified Sun, 04 Jul 2021 06:44:11 GMT )
জুলাই ০৪, ২০২১ ১২:৪৪ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের ফিলিস্তিন বিষয়ক কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশ

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর উদ্যোগে ফিলিস্তিন বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১৫৪ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৪৩ জন (বাংলাদেশ ১২৯, ভারত ১৪)। বাকি ১০ জন ভুল (বাংলাদেশ ৯, ভারত ১) উত্তর দিয়েছেন।

বিজয়ীদের তালিকা

১. প্রদীপ চন্দ্র কুন্ডু

আগরতলা, ত্রিপুরা, ভারত।

২. তাজমিন নাহার

গ্রাম: গৌরীপুর বাজার, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা।

৩. মোঃ জায়েদ ইসলাম জসিম

গ্রাম: নন্দন পুর, জেলা: পাবনা

প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী তিনজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন

প্রশ্ন-১. দখলদার ইসরাইলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা যে সামরিক অভিযান শুরু করে তার নাম কী?

উত্তর: সোর্ড অব কুদস

প্রশ্ন-২. এবারের গাজা যুদ্ধে ফিলিস্তিনের আল-কুদস ব্রিগেড ‘কাসেম' নামে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রটির নামকরণ কার নামে করা হয়েছে?

উত্তর: শহীদ জেনারেল কাসেম সোলাইমানির নামে

প্রশ্ন-৩. ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিরোধে 'আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষকতা' দেয়ার জন্য হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া কোন্ দেশটিকে ধন্যবাদ জানান?

উত্তর: ইরান

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

 

 

 

ট্যাগ