তেহরানে শেষ হলো আন্ত-আফগান বৈঠক; সহযোগিতা করতে প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i94324-তেহরানে_শেষ_হলো_আন্ত_আফগান_বৈঠক_সহযোগিতা_করতে_প্রস্তুত_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্ত-আফগান আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) তেহরানে আন্ত-আফগান বৈঠকের সমাপনী ভাষণে বলেছেন, ইরান ভবিষ্যতেও এ ধরণের বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ০৮, ২০২১ ১৭:২৬ Asia/Dhaka
  • বৈঠকে ভাষণ দিচ্ছেন জারিফ
    বৈঠকে ভাষণ দিচ্ছেন জারিফ

ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্ত-আফগান আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) তেহরানে আন্ত-আফগান বৈঠকের সমাপনী ভাষণে বলেছেন, ইরান ভবিষ্যতেও এ ধরণের বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে।

তেহরানে গতকাল থেকে এই বৈঠক শুরু হয় এবং আজ এক বিবৃতির মধ্যদিয়ে তা শেষ হয়েছে। ছয় ধারাবিশিষ্ট ঐ বিবৃতিতে উভয় পক্ষ যুদ্ধ বন্ধের ওপর গুরুত্বারোপের পাশাপাশি অদূর ভবিষ্যতেই পরবর্তী বৈঠক আয়োজনের কথা বলেছে। এই বৈঠকে তালেবানসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

আন্ত-আফগান বৈঠকের সমাপনী ভাষণে জারিফ বলেন, যুদ্ধ নয় বরং শান্তির পথে সাহসিকতা প্রদর্শন করতে হবে। অতিরিক্ত প্রত্যাশা পরিহার করে ছাড় দেওয়ার মনোভাব জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, আফগান জাতি ৪০ বছর ধরে যুদ্ধে আক্রান্ত। যত দ্রুত সম্ভব এই জাতির উচিৎ যুদ্ধ বন্ধ করে উন্নয়নের দিকে মনোনিবেশ করা। প্রতিবেশী দেশ হিসেবে ইরান এ ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।#    

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।