আফগান সীমান্ত পরিদর্শন করলেন ইরানের কমান্ডার; বললেন উদ্বেগের কিছু নেই
https://parstoday.ir/bn/news/iran-i94430-আফগান_সীমান্ত_পরিদর্শন_করলেন_ইরানের_কমান্ডার_বললেন_উদ্বেগের_কিছু_নেই
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, দেশের সীমান্তে সার্বক্ষণিক গোয়েন্দা পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুলাই ১১, ২০২১ ১৬:০৮ Asia/Dhaka
  • পাকপুর
    পাকপুর

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, দেশের সীমান্তে সার্বক্ষণিক গোয়েন্দা পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবানের হামলা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আজ (রোববার) এ কথা বলেন। পাকপুর আজ দুগারুন সীমান্ত এলাকা সফর করেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

পাকপুর সেখানে পৌঁছে আরও বলেছেন, ইরান-আফগানিস্তান সীমান্তে পরিপূর্ণ নিরাপত্তা বিরাজ করছে। গত কয়েক দিন ধরে সীমান্তের ওপারে নানা ঘটনা ঘটছে। তবে ইরান সীমান্তে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্বেগের কিছু নেই।

আইআরজিসি’র এই কমান্ডার বলেন, আফগানিস্তানে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে কোনো চক্র ইরান ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এ ধরণের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

ইরানের কোনো সীমানায় বিন্দু পরিমাণ সমস্যা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানান।

জেনারেল পাকপুর ইরান-আফগান জিরো পয়েন্টে যান এবং দুগারুন ক্রসিং ঘুরে দেখেন।#

পার্সটুডে/এসএ/১১  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।