ইরানের ফুমানের কৃষকদের মধ্যে চলছে ধান কাটার ধুম
https://parstoday.ir/bn/news/iran-i94520-ইরানের_ফুমানের_কৃষকদের_মধ্যে_চলছে_ধান_কাটার_ধুম
মৌসুমি ফসল ধান কাটা নিয়ে ব্যস্ত এখন ইরানের ফুমান এলাকার কৃষকরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৩, ২০২১ ১৬:৩৮ Asia/Dhaka

মৌসুমি ফসল ধান কাটা নিয়ে ব্যস্ত এখন ইরানের ফুমান এলাকার কৃষকরা।

ইরানের ফুমান এলাকা ধান চাষের জন্য খুবই উপযোগি। এখানকার চাল পুরো ইরানে বিক্রি হয়। মাঠের সোনালি ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন ফুমান এলাকার কৃষকেরা। মাঠজুড়ে সোনালি ধানের ম–ম গন্ধে মনের আনন্দে কাজ করছেন তাঁরা। কথা বলার মতো যেন ফুরসত নেই তাঁদের।#

পার্সটুডে/ মো.আবুসাঈদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।