নয়া প্রেসিডেন্ট রায়িসির সাথে বিদেশি রাষ্ট্রপ্রধান ও তাঁদের প্রতিনিধিদের সাক্ষাত
(last modified Thu, 05 Aug 2021 12:03:51 GMT )
আগস্ট ০৫, ২০২১ ১৮:০৩ Asia/Dhaka

ইরানের নয়া প্রেসিডেন্ট রায়িসির সাথে সাক্ষাত করেছেন বিদেশি রাষ্ট্রপ্রধান ও তাঁদের প্রতিনিধিরা। ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বৃহস্পতিবার) শপথ গ্রহণ করবেন।

তেহরানের স্থানীয় সময় বিকেল ৫টায় ইরানের সংসদ ভবনে স্বাস্থ্যবিধি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির মুখপাত্র সাইয়্যেদ নিজামুদ্দিন মুসাভি জানিয়েছেন, বিশ্বের ৭৩টি দেশের ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মঙ্গলবার ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে  ইব্রাহিম রায়িসিকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। তবে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী আজ তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অন্যান্য দেশের মতো বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশগ্রহণ করছেন। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।