আগস্ট ০৭, ২০২১ ০৭:৪৫ Asia/Dhaka

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, সৃজনশীল পন্থায় দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার উপায়গুলো বের করতে হবে।

গতকাল (শুক্রবার) তেহরান সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তেহরান সফরে এসেছেন শাহরিয়ার আলম। বৃহস্পতিবার ইরানের সংসদে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

জারিফের সঙ্গে আলমের বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ইরান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রেসিডেন্ট রায়িসির শপথ অনুষ্ঠানে প্রতিনিধিদল পাঠানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক বিশেষ করে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র আওতায় ইরান ও বাংলাদেশের সম্পর্ককে আশাব্যাঞ্জক বলে মন্তব্য করেন। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক ভূমিকারও ভূঁয়সী প্রশংসা করেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

প্রেসিডেন্ট রায়িসি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন জানিয়ে জারিফ আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্কর কথা উল্লেখ করেন এবং গত আট বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ভূমিকার প্রশংসা করেন।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ