ইউক্রেনের বিমান ছিনতাইয়ের অভিযোগ নাকচ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i96344-ইউক্রেনের_বিমান_ছিনতাইয়ের_অভিযোগ_নাকচ_করল_ইরান
আফগানিস্তান থেকে একটি বিমান ছিনতাইয়ের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে নেয়া হয়েছে বলে ইউক্রেন যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়েছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৪, ২০২১ ১৫:০২ Asia/Dhaka
  • ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান
    ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান

আফগানিস্তান থেকে একটি বিমান ছিনতাইয়ের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে নেয়া হয়েছে বলে ইউক্রেন যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়েছে তেহরান।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা বলেছে, আফগানিস্তান থেকে উড়ে বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে অবতরণ করেছে এবং তার ডকুমেন্ট ইরানের কাছে রয়েছে।

ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন আজ (মঙ্গলবার) অভিযোগ করেন যে, আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনের লোকজনকে দেশে ফেরত নেয়ার সময় বিমানটিকে অজ্ঞাত বন্দুকধারীরা ছিনতাই করে ইরানের দিকে নিয়ে যায়।

ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন

ইয়েভগেনি তার ভাষায় বলেন, “বিমানের একদল বন্দুকধারী যাত্রী বাস্তব অর্থেই আমাদের বিমানটি চুরি করেছে। তারা ইউক্রেনের যাত্রীদেরকে বিমানে উঠতে বাধা দিয়েছে। ইউক্রেনের লোকজন ফিরিয়ে নেয়ার বিষয়ে পরের তিনটি প্রচেষ্টাও সফল হয় নি কারণ আমাদের লোকজন বিমানবন্দরে আসতে পারে নি।”  

বিমানটি উদ্ধারে ইউক্রেন কোনো ব্যবস্থা নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হন নি ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/২৪