ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান হলেন মোহাম্মাদ ইসলামী
https://parstoday.ir/bn/news/iran-i96610-ইরানের_পরমাণু_শক্তি_সংস্থার_প্রধান_হলেন_মোহাম্মাদ_ইসলামী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ ইসলামী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০২১ ১৭:৫০ Asia/Dhaka
  • মোহাম্মাদ ইসলামী (বামে) ও সালেহি (ডানে)
    মোহাম্মাদ ইসলামী (বামে) ও সালেহি (ডানে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ ইসলামী।

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (রোববার) তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। মোহাম্মাদ ইসলামী এর আগে ইরানের সড়ক ও শহর নির্মাণ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি তাকে মন্ত্রী করেছিলেন।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের পদে এর আগে ছিলেন আলী আকবর সালেহি। তিনি বহু বছর ধরে এই পদে ছিলেন।

ইরানে গত ১৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রেসিডেন্ট পদে পরিবর্তনের পর দেশের গুরুত্বপূর্ণ পদেও রদবদল হচ্ছে। এরই অংশ হিসেবে জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধানের পদেও পরিবর্তন আনা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।