সোলায়মানির হত্যাকাণ্ডে মার্কিন সন্ত্রাসবাদের স্বরূপ উন্মোচিত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Fri, 24 Sep 2021 09:27:34 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১৫:২৭ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার জাতিসংঘের সদরদপ্তরে এই সংস্থার সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আব্দুল্লাহ শাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
    আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার জাতিসংঘের সদরদপ্তরে এই সংস্থার সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আব্দুল্লাহ শাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা যে বিশ্বের সকল সন্ত্রাসবাদী তৎপরতার নেতৃত্ব দিচ্ছে জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ড তার জ্বলজ্যান্ত প্রমাণ। নিউ ইয়র্ক সফররত আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার জাতিসংঘের সদরদপ্তরে এই সংস্থার সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আব্দুল্লাহ শাহিদের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরাকের মাটিতে আমেরিকার হামলায় সন্ত্রাসবিরোধী যুদ্ধের অগ্রসেনানী জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ড সন্ত্রাসবাদের সুস্পষ্ট প্রমাণ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, আমেরিকার এই সন্ত্রাসবাদ ও পাশবিকতায় জড়িতদের বিচার করার জন্য ইরানে একটি আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে।  আমির-আব্দুল্লাহিয়ান সরাসরি বলেন, জেনারেল সোলায়মানির হত্যাকাণ্ডে জাতিসংঘেরও নিশ্চিত ভূমিকা ছিল। এই বিশ্ব সংস্থা এখন পর্যন্ত এই জঘন্য হত্যাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

সন্ত্রাসবাদকে গোটা বিশ্বের পীড়াদায়ক একটি যন্ত্রণা আখ্যায়িত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ লেবানন থেকে শুরু করে ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গঠনমূলক ভূমিকা পালন করছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন।

মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানির উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ