আইআরআইবি’র নবনিযুক্ত প্রধান ড. জেবেলিকে বাংলাদেশ-ভারতের দুই শ্রোতার অভিনন্দন
https://parstoday.ir/bn/news/iran-i98026-আইআরআইবি’র_নবনিযুক্ত_প্রধান_ড._জেবেলিকে_বাংলাদেশ_ভারতের_দুই_শ্রোতার_অভিনন্দন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. পেইমান জেবেলি। তিনি গত কয়েক বছর ধরে আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ড. জেবেলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেডিও তেহরানের বহু শ্রোতা। তাদের মধ্যে দু’জনের লেখা এখানে তুলে ধরা হলো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১১:৪১ Asia/Dhaka
  • ড. পেইমান জেবেলি
    ড. পেইমান জেবেলি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. পেইমান জেবেলি। তিনি গত কয়েক বছর ধরে আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ড. জেবেলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেডিও তেহরানের বহু শ্রোতা। তাদের মধ্যে দু’জনের লেখা এখানে তুলে ধরা হলো।

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (২৯/০৯/২০২১, বুধবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হল: বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা ও কুরআনের আলো। প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু কোন অনুষ্ঠান নিয়ে নয়, আমি বরং আজকের চিঠি শুরু করতে চাই ড. পেইমান জেবেলিকে অভিনন্দন জানিয়ে। অভিনন্দন ও শুভেচ্ছা আইআরআইবি’র প্রধান ড. পেইমান জেবেলি।

আজকে (২৯/০৯/২০২১, বুধবার) রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে বিশ্বসংবাদের প্রথম খবরটিই ছিল ড. পেইমান জেবেলি’র নিয়োগ সংক্রান্ত। উল্লেখ্য যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা হল আইআরআইবি। এর আগে আইআরআইবি’র প্রধান হিসেবে আলী আসগারি দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মেয়াদ শেষ হওয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ড. পেইমান জেবেলিকে উক্ত পদে নিয়োগ দেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে ড. পেইমান জেবেলি এর ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সুতরাং ইরানের সর্বোচ্চ নেতা একজন অভিজ্ঞ ব্যক্তিকেই এ পদে নিয়োগ দিলেন বলে আমরা মনে করি। তিনি নিজেও বলেছেন যে, ‘ধর্মীয় ও বিপ্লবী যোগ্যতা এবং এ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে পরিচালনার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কারণে এ পদে নিয়োগ দেওয়া হল।’

আমরা যারা রেডিও তেহরানসহ আইআরআইবি’র শ্রোতা বা পাঠক, তাদের কাছে এ নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। কেননা, শ্রোতাবান্ধব বিভিন্ন পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আইআরআইবি’র প্রতিটি বিভাগেরই তাঁর সহযোগিতার প্রয়োজন হবে। আমরা আশা করি, ড. পেইমান জেবেলি’র কার্যকালে আইআরআইবি অতীতের মতই শ্রোতা-পাঠকদেরকে উন্নত সেবা দিয়ে যাবে। গ্রহণ করবে নতুন নতুন প্রযুক্তির সুবিধা। শ্রোতা ও পাঠকদের সাথে বাড়িয়ে দিবে যোগাযোগ। হয়ে উঠবে একটি আদর্শ গণমাধ্যম। 

শুধু তাই নয়, আমরা এটিও আশা করি যে, ড. পেইমান জেবেলি আইআরআইবিকে একটি আধুনিক ও মর্যদাবান গণমাধ্যম হিসেবে এর গতি অব্যাহত রাখবেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তাঁর এক বার্তায় বলেছেন, ‘জাতীয় গণমাধ্যম হচ্ছে জনসচেতনতা ও জ্ঞান বৃদ্ধির সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিকৃতি ও উসকানি মোকাবেলার প্লাটফর্ম, সৌন্দর্য ও শিল্পের প্রভাব সবার জন্য উপভোগ্য করে তোলার ক্ষেত্র এবং আশা জাগ্রত করার কেন্দ্র।’ আইআরআইবি’র বর্তমান প্রধান ড. পেইমান জেবেলি সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গীর প্রতিফলন ঘটাবেন, এটাই আমাদের প্রত্যাশা। 

আবারো অভিনন্দন। অভিনন্দন ও শুভেচ্ছা আইআরআইবি’র নতুন প্রধান ড. পেইমান জেবেলিকে। সেই সাথে আমরা বাংলাদেশ ও ভারতের সকল শ্রোতারা তাঁর উজ্জল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবিরত সাফল্য কামনা করি।

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

মহাশয়,

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র প্রধান হিসাবে ড. পেইমান জেবেলি নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন ও স্বাগত জানাই। আমাদের দৃঢ় বিশ্বাস অভিজ্ঞ ড. জেবেলির নেতৃত্বে আইআরআইবি আরো জনপ্রিয় হবার পাশাপাশি এই সম্প্রচার সংস্থার মহান আদর্শ ও কর্তব্য যথাযথ বাস্তবায়িত হবে।

ইরানের ক্ষেত্রে আইআরআইবি একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সম্মানীয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ভাষায়- "জাতীয় গণমাধ্যম হচ্ছে জনসচেতনতা ও জ্ঞান বৃদ্ধির সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিকৃতি ও উস্কানি মোকাবেলার প্ল্যাটফর্ম, সৌন্দর্য ও শিল্পের প্রভাব সবার জন্য উপভোগ্য করে তোলার ক্ষেত্র এবং আশা জাগ্রত করার কেন্দ্র।"

এ হেন গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান হিসেবে ড. পেইমান জেবেলি আইআরআইবিকে আরো তৎপর করে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মুখোশ উন্মোচন করবেন এবং বিশ্ব মানবতা ও বিশ্ব মুসলিম ঐক্যের স্বার্থে কাজ করে যাবেন যাতে করে বিশ্বব্যাপী ইসলামী জাগরণে ইরান আরও সুদূরপ্রসারী ভূমিকা গ্রহণ করতে পারে।

আগামীতে বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় সম্প্রচার সংস্থা হিসেবে আইআরআইবি ইরানকে আরো গৌরবান্বিত করবে এই আশা করছি।

 

ধন্যবাদান্তে

বিধান চন্দ্র সান্যাল

ঢাকা কলোনী, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।