মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনীর হাতে সবচেয়ে বেশি হেলিকপ্টার
https://parstoday.ir/bn/news/iran-i98478-মধ্যপ্রাচ্যে_ইরানের_সামরিক_বাহিনীর_হাতে_সবচেয়ে_বেশি_হেলিকপ্টার
মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে এখন সবচেয়ে বেশি হেলিকপ্টার। ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি একথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১১, ২০২১ ১১:৪১ Asia/Dhaka
  • ইরানের একটি হেলিকপ্টার বহর
    ইরানের একটি হেলিকপ্টার বহর

মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে এখন সবচেয়ে বেশি হেলিকপ্টার। ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি একথা বলেছেন।

তিনি বলেন, এ অঞ্চলে আমাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার। আজকে আমাদের হেলিকপ্টারগুলোতে শ্রেষ্ঠমানের নাইট-ভিশন ক্যামেরা এবং গাইডেড মিসাইল বসানো হয়েছে

জেনারেল হায়দারি

ইরানের এ সেনা কর্মকর্তা আরো বলেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছি। আমরা এখন গোয়েন্দা ড্রোন ও কম্ব্যাট ড্রোনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি

সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ড্রোন তৈরিতে তেহরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে ইরান সবসময় বলে আসছে- তার এই সামরিক শক্তি প্রতিবেশীদের জন্য কোনো হুমকি নয়।#

পার্সটুডে/এসআইবি/১১