'বিশ্বের বৃহত্তম বইমেলাগুলোর একটি হচ্ছে তেহরান আন্তর্জাতিক বইমেলা'
https://parstoday.ir/bn/news/iran_book-i137676-'বিশ্বের_বৃহত্তম_বইমেলাগুলোর_একটি_হচ্ছে_তেহরান_আন্তর্জাতিক_বইমেলা'
রুশ সাহিত্যের ইতিহাস বিষয়ক জাদুঘরের পরিচালক দিমিত্রি বাক বলেছেন, তেহরান আন্তর্জাতিক বইমেলার মতো এত বিশাল বইমেলা খুব কমই দেখা যায়। এটা সত্যিই বিস্ময়কর। রাশিয়ার এই বিশিষ্ট সাহিত্য সমালোচক এই প্রথম ইরান সফর করছেন।
(last modified 2025-08-14T13:41:01+00:00 )
মে ১৫, ২০২৪ ১৯:৫৪ Asia/Dhaka
  • বিশ্বের বৃহত্তম বইমেলাগুলোর একটি হচ্ছে তেহরান আন্তর্জাতিক বইমেলা
    বিশ্বের বৃহত্তম বইমেলাগুলোর একটি হচ্ছে তেহরান আন্তর্জাতিক বইমেলা

রুশ সাহিত্যের ইতিহাস বিষয়ক জাদুঘরের পরিচালক দিমিত্রি বাক বলেছেন, তেহরান আন্তর্জাতিক বইমেলার মতো এত বিশাল বইমেলা খুব কমই দেখা যায়। এটা সত্যিই বিস্ময়কর। রাশিয়ার এই বিশিষ্ট সাহিত্য সমালোচক এই প্রথম ইরান সফর করছেন।

তেহরান আন্তর্জাতিক বইমেলা পরিদর্শন শেষে তিনি বলেন, আমি বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বইমেলা পরিদর্শন  করেছি। এই বই মেলার বিশালত্ব আমাকে বিস্মিত করেছে। আমার দেখা সবচেয়ে বড় বই মেলাগুলোর একটি হলো তেহরান আন্তর্জাতিক বই মেলা।

৩৫তম তেহরান আন্তর্জাতিক বইমেলার প্রেস অফিসের সাথে এক সাক্ষাত্কারে তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ওমর খৈয়াম, হাফিজ, ফেরদৌসি, সাদি, রুমি এবং অন্য বড় বড় ইরানি কবি-সাহিত্যিক সম্পর্কে জানতে পেরেছি। আমি মনে করি ইরান ও রাশিয়ার সাহিত্য ও সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে। তেহরান বই মেলায় আমি একটা আলোচনা সভায় অংশ  নিয়েছি। আমি সেখানে বিখ্যাত রুশ লেখক ও কবি পুশকিন সম্পর্কে বক্তব্য রেখেছি। পুশকিনের সাহিত্যে কবি হাফিজের সাহিত্য-কর্ম এমনকি কুরআনের ‌বিভিন্ন আয়াতের প্রভাব লক্ষ্য করা যায়।

রুশ সাহিত্য সমালোচক দিমিত্রি বাক আরও বলেন, রাশিয়ার রাজধানী মস্কোতে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয়। এই বইমেলা আগস্টের শেষের দিকে শুরু হয়ে সেপ্টেম্বরের প্রথম কয়েক দিন পর্যন্ত চলে। ইরান প্রতি বছর এই মেলায় অংশ নেয়, তাদের সরব উপস্থিতি থাকে। ইরান বড় স্টল নিয়ে বই সাজায়। আমি ইরানি লেখকদেরকে এই মেলায় যোগ দিয়ে রুশ লেখকদের সাথে সাক্ষাত ও আলোচনা করার আহ্বান জানাচ্ছি।

'আসুন পড়ি এবং গড়ি' স্লোগানকে সামনে রেখে ৩৫তম তেহরান আন্তর্জাতিক বইমেলা 8 মে বুধবার থেকে তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় শুরু হয়েছে এবং আগামী ১৮ মে শনিবার পর্যন্ত তা সবার জন্য উন্মুক্ত থাকবে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।