শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের এ সপ্তাহের প্রিয়জন সেজেছিল নবসাজে'
আসসালামু আলাইকুম। ভাষার মাসের শুরুতে বাংলাদেশের এক প্রান্ত থেকে মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
৩১ জানুয়ারির প্রিয়জন শুনলাম। আমার শ্রদ্ধেয় সিনিয়র শ্রোতাভাই ফরিদপুরের জনাব আফজাল আলী খান। যার সাথে বিগত সময়ে একাধিক স্থানে বহির্বিশ্ব বেতারের কয়েকটি শ্রোতা সম্মেলনে সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছিল। এছাড়া অসংখ্যবার তার সাথে ফোনালাপে কথা হয়েছে। তিনি অত্যন্ত উদার মানসিকতার একজন সরল মানুষ। প্রিয় রেডিওর 'প্রিয়জন' অনুষ্ঠানে বড় ভাই জনাব আফজাল আলী খানের সাক্ষাৎকারে অন্যান্য বেতারের সাথে রেডিও তেহরানের মূল পার্থক্য এবং বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে তার চমৎকার মূল্যায়ন শুনে আমি যারপরনাই মুগ্ধ হয়েছি। তিনি যেন আমার মনের কথাগুলোই তার জবানিতে তুলে ধরেছেন। এজন্য তাঁকে আমার শ্রদ্ধাসহ ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে এই সুন্দর সাবলীল সাক্ষাৎকারটি গ্রহণের জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকেও জানাচ্ছি অসংখ্য আন্তরিক ধন্যবাদ।
চিঠি পর্বে জামালপুরের বন্ধু হারুন অর রশীদ ভাইয়ের লেখাটিতে ভাষার মাধুর্য মিশিয়ে রেডিও তেহরানের মূল্যায়ন বিশেষ ভালো লেগেছে। ভালো লেগেছে নতুন ধারাবাহিক 'সুখের নীড়' সম্পর্কে মতামত জানিয়ে লেখা কোচবিহারের শ্রোতাবোন মনীষা দিদির চিঠি। জাকির হোসেন ভাইয়ের চিঠিতে মুর্শিদাবাদের শিমুলিয়া গ্রামের মানুষের আজও চায়ের দোকানে রেডিও তেহরান শোনার কথা শুনে হারানো দিনের স্মৃতি রোমন্থন করলাম। শ্রোতাবন্ধু আব্দুস সালাম সিদ্দিক, শরিফা আক্তার পান্না, সাগর মিয়া, মিলন সরকার, মোখলেছুর রহমানসহ সবার মতামতপূর্ণ লেখাগুলোই ছিল অনুপ্রেরণামূলক। সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রম আর চমৎকার উপস্থাপন শৈলীতে এ সপ্তাহের প্রিয়জন নবসাজে সেজেছিল প্রাণপ্রিয় সেই নাসির মাহমুদ ভাই, আকতার জাহান আপা ও আশরাফ ভাইয়ের প্রতি জানাচ্ছি আমার হৃদয় উজাড় করা ভালোবাসা মিশ্রিত শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
রেডিও তেহরান ভালো থাকুক চিরকাল এমন আশাবাদ ব্যক্ত করে আপাতত রাখছি।
আব্দুল কুদ্দুস
প্রতিষ্ঠাতা সভাপতি, শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাব
উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।