'৭ ফেব্রুয়ারির প্রিয়জন অনুষ্ঠানটি শ্রোতাদের বর্ষব্যাপী অনুপ্রেরণা জোগাবে'
https://parstoday.ir/bn/news/letter-i103778-'৭_ফেব্রুয়ারির_প্রিয়জন_অনুষ্ঠানটি_শ্রোতাদের_বর্ষব্যাপী_অনুপ্রেরণা_জোগাবে'
আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ ও নিরাপদে আছেন। ০৭ ফেব্রুয়ারির প্রিয়জন শুনে মন ভরে গেল। বিশেষ আঙ্গিকে সাজানো এই পর্বটি ছিল একটি বৈচিত্রময় প্রিয়জন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৪:১৭ Asia/Dhaka
  • '৭ ফেব্রুয়ারির প্রিয়জন অনুষ্ঠানটি শ্রোতাদের বর্ষব্যাপী অনুপ্রেরণা জোগাবে'

আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ ও নিরাপদে আছেন। ০৭ ফেব্রুয়ারির প্রিয়জন শুনে মন ভরে গেল। বিশেষ আঙ্গিকে সাজানো এই পর্বটি ছিল একটি বৈচিত্রময় প্রিয়জন।

মুর্শিদাবাদ থেকে এস এম নাজিম উদ্দীন ভাইয়ের চিঠিতে রেডিও তেহরানের ২০২১ সালের শ্রোতাবান্ধব সব কর্মসূচির যৌক্তিক ও যথার্থ  মূল্যায়ন ভীষণ ভালো লেগেছে। রেডিও তেহরানের ২০২১ সালের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা অর্জনকারী শ্রোতাবন্ধু সাহাদত হোসেন ও বিধান চন্দ্র স্যানাল-এর অনুভূতি ছিল চমৎকার ও গঠনমূলক।

অপরদিকে রেডিও তেহরান, বাংলা অনুষ্ঠানের জন্মলগ্ন থেকে ৪০ বছরের পথচলার সাথী কুষ্টিয়ার বন্ধু মোকলেছুর রহমানের অনুভূতি ছিল অন্যরকম অনুপ্রেরণাদায়ক। এদিকে আরেক সিনিয়র শ্রোতা ভাই বড়পেটা, আসামের আব্দুস সালাম সিদ্দিক যার চিঠি বরাবরই নবীন-প্রবীণ সব শ্রোতাদের প্রেরণা যুগিয়ে থাকে।

সাক্ষাৎকার পর্বে পশ্চিম বঙ্গের হাওড়া থেকে শ্রোতাবোন ডা. সাহানা হাসানের বিগত তিন দশক যাবৎ রেডিও তেহরান শোনার অনুভূতি চমৎকার লেগেছে।

সব মিলিয়ে আমি মনে করি এ সপ্তাহের ব্যতিক্রমধর্মী ও বৈচিত্রপূর্ণ প্রিয়জনের আসরটি ২০২২ সালের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা জেতার লড়াইয়ে অবতীর্ণ হতে নবীন, প্রবীণ, সিনিয়র, জুনিয়র, নারী, পুরুষ তথা সকল শ্রেণিপেশার শ্রোতাদের বর্ষব্যাপী অনুপ্রেরণা জোগাবে নিঃসন্দেহে।

পরিশেষে আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুক প্রিয় রেডিও তেহরান এমন শুভ কামনা জানিয়ে আজকের মত এখানেই রাখছি।

 

আব্দুল কুদ্দুস

প্রতিষ্ঠাতা সভাপতি

শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাব

উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।