'প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানার সুযোগ হয়'
https://parstoday.ir/bn/news/letter-i104608-'প্রিয়জন_অনুষ্ঠানের_মাধ্যমে_অনেক_অজানা_বিষয়ে_জানার_সুযোগ_হয়'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনে থাকি। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি আজ থেকে প্রায় ২৫ বছর আগে থেকে। শুরুতে অনুষ্ঠান শুনতাম রেডিও'র মাধ্যমে। সে সময় একমুখী অনুষ্ঠান প্রচার করা হতো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০২, ২০২২ ১৪:৪৫ Asia/Dhaka
  • 'প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানার সুযোগ হয়'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনে থাকি। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি আজ থেকে প্রায় ২৫ বছর আগে থেকে। শুরুতে অনুষ্ঠান শুনতাম রেডিও'র মাধ্যমে। সে সময় একমুখী অনুষ্ঠান প্রচার করা হতো।

যোগাযোগের মাধ্যম হিসেবে তখন শুধুমাত্র ডাক বিভাগের ওপরই নির্ভর করতে হতো। রেডিওতে অনূষ্ঠান শুনতে গিয়ে বিভিন্ন সময় সাউন্ড উঠানামা করায় সব অনুষ্ঠান ঠিকমত শোনা যেত না। পরবর্তীতে তা আবার নতুন করে শোনার কোনো ব্যবস্থা ছিল না। রেডিও তেহরানের সাথে তালমিলিয়ে বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠান প্রচার করছে যা আমাদের কাছে খুব ভালো লাগে।

আজ ২৫ বছর পর সময় ও প্রযুক্তির পরিবর্তনের সাথে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান প্রচারে অনেক নিত্য নতুন প্রযুক্তির বদৌলতে বিচিত্র সাজে সুজ্জিত হয়ে বহুমাত্রিক মাধ্যমকে কাজে লাগিয়ে রেডিও তেহরান বিশ্ব দরবারে অন্যান্য বেতারকে পেছনে ফেলে আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রেখে সব সময় শ্রোতাদের শোনার উপযোগী করে অনুষ্ঠানমালা উপহার দিয়ে চলেছে। বর্তমানে অনলাইনে ইউটিউব, ফেসবুক লাইভ কিংবা পার্সটুডের মতো মাধ্যম না থাকলে হয়তো আমার জীবনের ২৫ বছর পর নতুন করে আবার রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা সম্ভব হতো না। তাই রেডিও তেহরানকে তার বিচিত্র মাধ্যমে অনুষ্ঠান প্রচার করায় সাধুবাদ জানাচ্ছি।

রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে প্রতি সোমবারের সাপ্তাহিক শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন আমার নিকট খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান। এখান থেকে দেশ বিদেশের অনেক শ্রোতার চিঠির জবাব দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ চিঠির মতামত তুলে ধরা হয়। যার মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানার সুযোগ হয়। আমিসহ অন্যন্য শ্রোতার চিঠির জবাব যখন সুপ্রিয় আশরাফুর রহমান ভাই, নাসির মাহমুদ ও প্রিয় আক্তার জাহান আপার উপস্থাপনায় রূপ-বৈচিত্র্যে সাজিয়ে সুললিত কণ্ঠে উপস্থাপন করা হয় তখন মহানন্দে আনন্দিত হই। মনে প্রাণে প্রশান্তি লাভ করি। তাইতো প্রিয়জনের কাছে মনের মাধুরী দিয়ে উত্তর পাবার আশায় ইমেইলে চিঠি লিখে থাকি।

পরিশেষে রেডিও তেহরানের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি, খোদা হাফেজ।

 

ধন্যবাদান্তে,

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা

গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছীহাট,

উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।