'রংধনু আসরের গল্পটি শুনে মনে হচ্ছিল যেন কোনো বেতার নাটক শুনছি!'
https://parstoday.ir/bn/news/letter-i114642-'রংধনু_আসরের_গল্পটি_শুনে_মনে_হচ্ছিল_যেন_কোনো_বেতার_নাটক_শুনছি!'
প্রিয় রেডিও তেহরান,​​​​​​​ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন। মহান আল্লাহর অপার করুণায় রেডিও তেহরানের পথচলা আরও অনুপম ও সাফল্যখচিত হোক এই কামনা করি।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
অক্টোবর ১৮, ২০২২ ১৬:১০ Asia/Dhaka
  • 'রংধনু আসরের গল্পটি শুনে মনে হচ্ছিল যেন কোনো বেতার নাটক শুনছি!'

প্রিয় রেডিও তেহরান,​​​​​​​ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন। মহান আল্লাহর অপার করুণায় রেডিও তেহরানের পথচলা আরও অনুপম ও সাফল্যখচিত হোক এই কামনা করি।

আজ (২৯শে সেপ্টেম্বর, ২০২২) আপনাদের সান্ধ্য অধিবেশন শুনলাম এবং উপভোগ করলাম। প্রতিদিন বিরামহীন কল্লোলে কতো সুন্দর ও মার্জিত অনুষ্ঠানমালা উপহার দিয়ে শ্রোতা হৃদয়কে ভালোলাগার অনুভবে পুলকিত করে যাচ্ছেন ভাবলে বিস্মিত হই। শুরুতেই মন জুড়ানো কুরআন তিলাওয়াতের ধ্বনি ঐশী অনুরণন ছড়িয়ে দেয় আমার সমগ্র অস্তিত্বে। সূরাহ বাক্বারার ২৫৫ নাম্বার আয়াত মুসলিম-মানসে খুবই শক্তিশালী প্রভাব ধারণ করে আছে বলে আজকের তিলাওয়াতের মাহাত্ম অসীম। এই আয়াতের বাংলা অনুবাদ সকলেরই জানা। তবু আপনাদের সাবলীল উচ্চারণে তরজমা শুনে ভালোলাগা ও নতুন ভাবনার দ্বার সম্মুখে দৃষ্ট হলো। রেজোয়ান হোসেনের আমন্ত্রণ এবং অনুষ্ঠানসূচি শুনে খুবই আনন্দিত হলাম, কারণ আজ আমার প্রিয় অনুষ্ঠান ‘রংধনুর আসর’ প্রচারিত হবে যে!

নাসির মাহমুদের সংবাদ পাঠ অনবদ্য। তার কণ্ঠের দৃঢ়তা এবং একইসাথে শব্দ উচ্চারণে কোমলতা আছে। তার ভাষ্যে বিশ্বসংবাদ শুনতে সত্যিই ভালো লেগেছে। পরমানু চুক্তি বিষয়ে ইরানের মহামান্য প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সির মন্তব্য আমি সমর্থন করি। পশ্চিমাদের কাছ থেকে শক্তিশালী গ্যারান্টি চেয়ে তিনি নিজের দেশের জাতীয় স্বার্থ ও মর্যাদা সমুজ্জ্বল রেখেছেন। এছাড়া পাকিস্তান, ভারত, আফগানিস্তান, রাশিয়া, আমেরিকা ইত্যাদি দেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পারলাম, যা আমাকে বিশ্বসচেতন নাগরিক হতে সাহায্য করবে।

বাংলাদেশ সরকার ডিম আমদানি করতে চায় না মর্মে আব্দুর রহমান খানের প্রতিবেদন অনেক তথ্যবহুল ছিল। স্থানীয় পর্যায়ে ডিম উৎপাদন বাড়াতে এই ধরনের সিদ্ধান্তের শুভ প্রভাব দেশের অর্থনীতিতে দেখা যাবে বলে আমার বিশ্বাস। প্রতিবেদনটি তৈরিতে আব্দুর রহমান খান অনেক শ্রম দিয়েছেন। বাংলাদেশের কৃষি গবেষণার অনেক উপাত্ত তিনি পেশ করেছেন, যা আমাদের সকলের জানা উচিত ছিল। কোলকাতা থেকে আব্দুল হাকিমের ভাষ্যও অনেক নিরপেক্ষ এবং জ্ঞানগর্ভ ছিল।

দৃষ্টিপাত অনুষ্ঠানটি স্বভাবতঃই শ্রোতার দৃষ্টি উন্মেষে ভূমিকা রাখে। রেজোয়ান হোসেনের কণ্ঠে এটি আরও নান্দনিক হয়ে উঠে। মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক ও সামরিক মেরুকরণে ইরানের আরও একটি ভূমিকা প্রশংসার দাবী রাখলো। কুর্দি সন্ত্রাসীদের বেশকিছু সামরিক ঘাটি ধ্বংসের খবর বিশ্ব মানবতার জন্য শান্তির বার্তা দিল।

প্রথম থেকেই অপেক্ষায় ছিলাম রংধনু আসর অনুষ্ঠান শোনার জন্য। আশরাফুর রহমানের প্রযোজনায় প্রচারিত অনুষ্ঠানটি শিশুতোষ হলেও আমার কাছে তা আরাধ্য পীযূস! গাজী আব্দুর রশীদের বলিষ্ঠতা এবং আকতার জাহানের স্নেহমাখা উচ্চারণে আজকের আসর প্রাণবন্ত হয়ে উঠেছিল। প্রায় দুই হাজার বছর আগের ঋষি বিদপই এর লেখা কালিলি ও দিমনা থেকে একটি হিতোপদেশমূলক গল্প শুনে ভালো লেগেছে। উপস্থাপক এবং উপস্থাপিকার কথোপকথনের মাধ্যমে বলা গল্পটি শুনে মনে হচ্ছিল যেন কোনো বেতার নাটক শুনছি! এরকমই নাট্য আমেজ ছিল তাদের বলার ধরণে। নাটকটি ছিল দুই বন্ধুর মধ্যে প্রতারণা বিষয়ক। তাই গল্পের শুরুতে ধোঁকা ও প্রতারণা নিয়ে কিছু কথা বলেছিলেন উপস্থাপকদ্বয়। এরপর কুরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে মুনাফিকের পরিচয় এবং তাদের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি শোনানো হয়। এর দ্বারা গল্পের একটা পটভূমি তৈরি হয়েছিল, যেখানে জীবন গঠনের নানাদিক খুঁজে পাওয়া যায়। গল্প বলার এই ধরণ প্রশংসনীয়।

ইলিয়াস শাহের লেখা ও সুরে বিখ্যাত একটি গান গেয়েছে শিশুশিল্পী নাবিহা নূর। গানটি অনেক আগে থেকেই বহুল প্রচলিত এবং প্রশংসিত। আজ তা রেডিও তেহরানে অন্যভাবে শুনে ভালো লেগেছে। চেনা গানের উপস্থাপনায় নতুনত্ব পেয়েছি। গানের পর রোকনুজ্জামান খানের লেখা ‘রংতুলি’ ছড়াটিও ভালো ছিল। শিশু আবৃত্তিকার মাহিব নাফি রোদের জন্য শুভকামনা।

রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো সত্যিই অসাধারণ। শ্রোতাবান্ধব রেডিও হিসেবে আপনাদের অগ্রযাত্রা আমাদের জন্য ভালোলাগা এবং গর্বের। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের চিঠি শেষ করছি।

 

রেডিও তেহরানের প্রীতিমুগ্ধ

মোঃ মোস্তাফিজুর রহমান

বোয়ালিয়া, রাজশাহী।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।