'রংধনু আসরে 'নামাজে একাগ্রতা' শীর্ষক অনুষ্ঠান শুনে মুগ্ধ হয়েছি'
পাখিদের কলতানে মুখর সোনাঝরা হেমন্তের মিষ্টি বিকেলের শুভেচ্ছা রইল। বাড়ির সামনে ছোট্ট নদী। স্রোতহীন জলের ওপর কচুরিপানাদের বুকে সাদা বকের উঁকিঝুঁকি! কখনো মাছরাঙাদের জল ছোপ! চমৎকার এই সময়ে সবুজ ঘাসের গালিচায় বসে আমি ইন্টারনেটে শুনছি প্রিয় রেডিও তেহরান বাংলা।
এক চমৎকার ভালোলাগার অনুপম ছন্দ দোলায় মনটা আনন্দে ভরে উঠল। বিশ্ব সংবাদ ও অন্যান্য নিয়মিত পরিবেশনার সাথে শুনলাম চমৎকার সব অনুষ্ঠান। সবচেয়ে প্রিয় অনুষ্ঠান 'রংধনু আসর'-এ প্রচারিত 'নামাজে একাগ্রতা' শীর্ষক অনুষ্ঠান শুনে মুগ্ধ হয়েছি। ভালোলাগার মূর্ছনায় হারিয়ে গিয়ে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সেরা মাধ্যম নামাজের প্রতি একাগ্রতা আনার ব্যাপারে বিশেষ গল্পগুলো শুনে ভীষণ উপকৃত হয়েছি।
অনুষ্ঠানে পড়াশোনা ও জীবনে প্রতিষ্ঠিত হবার ব্যাপারে মহান আল্লাহ'র সাহায্যের কথাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ইহুদি পণ্ডিতের পাঁচ ওয়াক্ত নামাজ কেন মহানবী ( সা.)কে এমন প্রশ্ন করা এবং বিশ্বনবীর চমৎকার জবাবের গল্পটিও ছিল খুব গুরুত্বপূর্ণ। রংধনু আসরে জ্ঞান গর্ভময় ও সৃজনশীল এমন চমৎকার গল্প সংযোজনের জন্য আসরের প্রধান কারিগর জনাব আশরাফুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এরকম অনুষ্ঠান সামনের আসরগুলোতে আরো প্রত্যাশা করে আজ এ পর্যন্তই ইতি টানছি।
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।
গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী
থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।