'সুখের নীড় অনুষ্ঠানের কয়েকটি পর্ব পড়ে দারুণ আবেশে মন ভরে গেল'
(last modified Wed, 04 Jan 2023 14:03:41 GMT )
জানুয়ারি ০৪, ২০২৩ ২০:০৩ Asia/Dhaka
  • 'সুখের নীড় অনুষ্ঠানের কয়েকটি পর্ব পড়ে দারুণ আবেশে মন ভরে গেল'

আসসালামু ওয়ালাইকুম। প্রিয় বেতার আর প্রিয় দেশ ইরানকে নিয়ে জানার আগ্রহের অন্ত নেই। নিয়মিত আপনাদের সকল আয়োজনের সাথে আছি। রেডিও তেহরানের বাংলা বিভাগের ওয়েবসাইটে 'সুখের নীড়' শিরোনামের কয়েকটি পর্ব পড়লাম। দারুণ আবেশে মন ভরে গেল।

ইরানের সর্বোচ্চ নেতা নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং পারিবারিক যোগাযোগকে খুব গুরুত্ব দিয়ে থাকেন যাতে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক অনুরাগের বন্ধন জোরদার হয়। এমন সুন্দর কথা আর ব্যবহার নিশ্চয় যে কোন সুস্থ মানুষের চিন্তায় পরিবর্তন এনে দিতে পারে। প্রভাবিত হবে পরিবার, সমাজ তথা দেশ। একটি সুখী পরিবার আমাদের বাস্তবিক দৃশ্যপট পরিবর্তন করে দেয়। পরিবারের প্রতি একজন নেতার যে মমত্ব এবং দায়িত্ববোধ, তা সত্যিই প্রসংশনীয় এবং শিক্ষণীয়।

আমরা যাপিত জীবনে নানা ঝামেলায় দিনাতিপাত করি কিন্তু পরিবারের প্রতি সেভাবে পরিপূর্ণ খেয়াল রাখা সম্ভবপর হয়ে ওঠে না। দাপ্তরিক এবং পারিপার্শিক দায়িত্বে অনেক সময় পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই কঠিন হয়ে পড়ে অথচ রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। তিনি ইরানের মাশহাদ প্রদেশে গেলে বাবা ও মায়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং হাতে সময় কিছুটা বেশি থাকলে এ ধরনের সফরের সময় তাদের সঙ্গে দুইবার সাক্ষাৎ করতেন বা পারিবারিক সমাবেশে বেশি সময় দিতেন।

এই অনুষ্ঠানের পর্বগুলো থেকে যে শিক্ষা বা জ্ঞানার্জন করলাম তা যদি কিছুটা হলেও বাস্তব জীবনে কাজে লাগাতে পারি তাহলে হয়ত জীবন অন্য রকম হবে।

আমাদেরকে আল্লাহ তাওফিক দান করুন পরিবারের প্রতি যত্নশীল হবার। আমীন।

শুভ কামনা ও ভালোবাসা সবার প্রতি।

 

সোহেল রানা হৃদয়

ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব

ঢাকা সেনানিবাস, ঢাকা-১২৯৬।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

ট্যাগ