'রেডিও তেহরানের ১৯ ফেব্রুয়ারির প্রতিটি অনুষ্ঠান ছিল আকর্ষণীয় ও উপভোগ্য'
https://parstoday.ir/bn/news/letter-i119890-'রেডিও_তেহরানের_১৯_ফেব্রুয়ারির_প্রতিটি_অনুষ্ঠান_ছিল_আকর্ষণীয়_ও_উপভোগ্য'
আসসালামু আলাইকুম। পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ বিশ্বসংবাদ, সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, নারী: মানব ফুল, কথাবার্তা এবং সুখের নীড় অনুষ্ঠান নিয়ে সাজানো ১৯ ফেব্রুয়ারির আকর্ষণীয় ও উপভোগ্য অনুষ্ঠান গভীর মনোযোগ সহকারে শুনেছি। প্রত্যেকটি অনুষ্ঠানই চমৎকার ছিল।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৮:১২ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের ১৯ ফেব্রুয়ারির প্রতিটি অনুষ্ঠান ছিল আকর্ষণীয় ও উপভোগ্য'

আসসালামু আলাইকুম। পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ বিশ্বসংবাদ, সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, নারী: মানব ফুল, কথাবার্তা এবং সুখের নীড় অনুষ্ঠান নিয়ে সাজানো ১৯ ফেব্রুয়ারির আকর্ষণীয় ও উপভোগ্য অনুষ্ঠান গভীর মনোযোগ সহকারে শুনেছি। প্রত্যেকটি অনুষ্ঠানই চমৎকার ছিল।

প্রথমের পবিত্র কুরআনের তেলাওয়াত সেইসাথে বাংলা তর্জমার ভালো লাগল। সুন্দর পরিবেশনায় বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও তরতাজা বিশ্বসংবাদ শুনলাম। নিরপেক্ষ সংবাদ বলতে আমি সবসময় রেডিও তেহরানের বিশ্ব সংবাদের কথা বলে থাকি। গুরুত্বপূর্ণ চলমান পরিস্থিতির খবর নিয়ে আজকের বিশ্বসংবাদ বেশ ভালো লাগলো। আজ বিশ্বসংবাদে ঢাকা থেকে রেডিও তেহরানের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের প্রতিবেদন শুনলাম। সেইসাথে AITMC-এর সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারতের জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে কোলকাতার প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন খুবই ভালো ছিল। আজকের বিশ্বসংবাদেও অনেকগুলি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগলো গুরুত্বপূর্ণ প্রতিবেদনসহ আজকের বিশ্বসংবাদ।

বিশ্বসংবাদের পর আজকের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান দৃষ্টিপাত পরিবেশিত হলো যথারীতি দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রেডিও তেহরানের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলাম যা বর্তমান সময়ের প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। মজলুম ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে জেনে ভালো লাগল। ইরান যেভাবে পশ্চিমা দেশগুলোর দ্বারা অত্যাচারিত ও মজলুম দেশগুলোর পাশে থাকে তা খুবই প্রশংসনীয়। বাংলাদেশে প্রযুক্তি উন্নয়নে ডিভাইস বই পড়ার ক্ষেত্রে এর সুবিধা ও অসুবিধা প্রসঙ্গে ঢাকা থেকে বিশেষ প্রতিনিধি বাদশাহ রহমানের প্রতিবেদন খুবই সুন্দর ছিল। সম্পূর্ণ নতুন বিষয় সমন্ধে অবগত হলাম।

সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন সাপ্তাহিক সুন্দর অনুষ্ঠান "নারী: মানব ফুল" নিয়মিত শুনছি। খুবই ভালো লাগছে নতুন এই সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান। আজ শুনলাম নারী: মানব ফুল অনুষ্ঠানের আরো একটি সুন্দর পর্ব। গত পর্বে আমরা হযরত মুসা নবীর মা, ফেরাউনের বিবি আসিয়ার জীবনের শিক্ষণীয় ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। আজ অবগত হলাম হযরত আদম (আ.) স্ত্রী অর্থাৎ মানব ইতিহাসের প্রথম নারী হযরত হাওয়া সম্পর্কে। চমৎকার আলোচনায় কথাগুলো মন ছুঁয়ে গেল। সত্যিই অসাধারণ অনুষ্ঠান। অনেক অজানা বিষয় জানতে পারলাম বলে সত্যিই ভালো লাগল।

আজ কথাবার্তাও বেশ ভালো ছিল। বিশেষ করে হজ্জের খরচ নিয়ে জনাব সিরাজুল ইসলামের বিশ্লেষণ ভালো লাগল।

কথাবার্তা অনুষ্ঠানের পর শুনলাম ইসলাম ও ইরানী পরিবার বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান 'সুখের নীড়'র ৪৮তম পর্ব নাসির মাহমুদ এবং আক্তার জাহান আপার সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশনায়। আজকের অনুষ্ঠান প্রসঙ্গে একটা কথাই বলতে চাই তা হলো- দাম্পত্য জীবনের বন্ধনকে মজবুত করতে চাইলে ও সমাজকে যোগ্য আর সৎ নাগরিক উপহার দিতে চাইলে সঠিক ইসলামী শিক্ষা ছাড়া তা কখনোই সম্ভব নয়। আর সেই সঠিক ইসলামী পথ দেখায় আমার প্রিয় রেডিও তেহরান। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। রেডিও তেহরান না শুনলে আমার সত্যিই অজ্ঞই থেকে যেতাম।

আজকের সামগ্রিক পরিবেশনা খুবই আকর্ষণীয়, মনোগ্রাহী ও সুন্দর ছিলো। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, নারী মানব ফুল, কথাবার্তা এবং সুখের নীড় অনুষ্ঠান নিয়ে প্রতিদিনের মতো আজও অসাধারণ এক ঘণ্টার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আবারও কথা হবে ইনশাআল্লাহ। ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। সুন্দর ও সুস্থ থাকবেন। আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো। খোদা হাফেজ।

 

মহ:  হাফিজুর  রহমান

চুপী মিলন সংঘ, গ্রাম ও পোষ্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০