শ্রোতাদের মতামত
'প্রিয়জনের এক জমজমাট আসর উপভোগ করলাম'
সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ্ এর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ্ আছেন। ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবারের সাপ্তাহিক পরিবেশনা, শ্রোতাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন' আসরটি উপভোগ করলাম।
যথারীতি আশরাফুর রহমান ভাইয়ের হাদীস শোনানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলো। এর পর নতুন পুরোনো শ্রোতার মেইল, চিঠি, সাক্ষাৎকার, গান এসবের মেলবন্ধনে এক জমজমাট আসর উপভোগ করলাম।
আজকের আসরে নতুন একজন শ্রোতা বোনের সাক্ষাৎকার শুনে বেশ ভালো লাগল। বোয়ালিয়া, রাজশাহীর খন্দকার রাবিবা ইয়াসমিন খুব সুন্দর উচ্চারণ ও সাবলীলভাবে তার কথা তুলে ধরেছেন। নতুন শ্রোতা হিসেবে আত্মপ্রকাশের বিষয়ে জানতে পারলাম যে, তিনি রেডিও তেহরান আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন; আর এর মাধ্যমেই গুণমুগ্ধ শ্রোতায় পরিণত হয়েছেন। এটা দারুণ একটা উল্লেখ করার মত বিষয়। সাক্ষাৎকারে খুব সুন্দর কিছু প্রস্তাবও দিয়েছেন যা আমাদেরও মনের কথা।
নতুন শ্রোতা হিসেবে ও বিজয়ী শ্রোতা হিসেবে তাকে অভিনন্দন জানাই; স্বাগত জানাই প্রিয়জন পরিবারে।
প্রস্তাব: এমন নতুন নতুন শ্রোতার সাক্ষাৎকার প্রিয়জন আসরে শুনতে চাই। সম্ভব হলে যারা অনুষ্ঠান শোনেন কিন্তু কোনদিনই লেখেন না এমন শ্রোতাদের সাক্ষাৎকার অন্য শ্রোতারা নিয়ে প্রিয়জন অনুষ্ঠানে পাঠালে তা শোনানোর ব্যবস্থা করলে ভালো হবে বলে মনে করি। আশাকরি বিষয়টি ভেবে দেখবেন।
গুণী- জ্ঞানী, নবীন-প্রবীণ শ্রোতার সাথে আমার মেইলকেও গুরুত্বের সাথে আজকের আসরে স্থান দেওয়ার জন্যে আপনাদের শুকরিয়া জানাই।
আসরের শেষে বাংলা ভাষার শহীদদের স্মৃতিতে আমিরুল মোমেনীন মানিক-এর কথা, সুর আর গাওয়া সুন্দর গানটি ছিল অনবদ্য। প্রাসঙ্গিক সুন্দর গানটি পরিবেশনের জন্যে ধন্যবাদ জানাই।
সব শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকলের প্রতি।
ধন্যবাদান্তে,-
এস এম নাজিম উদ্দিন
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।