নওরোজ ও মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্পর্কে মতামত
(last modified Tue, 28 Mar 2023 09:43:47 GMT )
মার্চ ২৮, ২০২৩ ১৫:৪৩ Asia/Dhaka
  • নওরোজ ও মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্পর্কে মতামত

আসসালামু আলাইকুম। গত ২১/০৩/২০২২ তারিখ থেকে ইরানে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে ফার্সি নববর্ষ বা নওরোজ। এ উপলক্ষে রেডিও তেহরান বিশেষ অনুষ্ঠানমালা পরিবেশন করেছে যা ছিল খুবই উপভোগ্য।

ইরানের পাশাপাশি আরও কয়েকটি দেশে নওরোজ পালিত হয়। নওরোজ জাতি, ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং বিশ্বের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নওরোজ উদযাপিত হয় ২১শে মার্চ আর বাংলা নববর্ষ পালিত হয় পহেলা বৈশাখ বা ১৪ এপ্রিলে। অসাম্প্রদায়িক চেতনার এ দুটি উৎসব মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে। উল্লেখ্য, বাংলাদেশ ও ইরানের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।

এবার ইরানে নওরোজের উৎসবের পাশাপাশি পবিত্র মাহে রমজান শুরু হয়েছে প্রায় একইসময়ে। এ উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত হচ্ছে 'খোদাপ্রেমের অনন্য উৎসব' নামে একটি নিয়মিত পরিবেশনা। এটি খুবই সময়োপযোগী একটি অনুষ্ঠান যা শ্রোতাদের মণিকোঠায় স্থান করে নিয়েছে।  

পবিত্র এই মাসে আমরা সবাই মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর বাণী অনুসরণ করে আমরা প্রকৃত মুসলমান হতে চেষ্টা করব- এ কামনায় বিদায় নিচ্ছি।

 

শুভেচ্ছান্তে,

এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু

গ্রাম: সৈয়দপুর, পোস্ট: মাদ্রাসা সৈয়দপুর  

উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮