শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের নতুন ধারাবাহিক সোনালী সময় সম্পর্কে মতামত
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭/০৪/২০২৩, সোমবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রমজান : খোদা প্রেমের অনন্য উৎসব, কথাবার্তা ও সোনালী সময়। প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যবহুল, সহজবোধ্য ও শিক্ষণীয়। আর তাই আজকের প্রচারিত সবগুলো অনুষ্ঠানই আমাদের ভালো লেগেছে।
রেডিও তেহরানের একটি বড় বৈশিষ্ট্য হলো বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করা। প্রতিদিন তিনটি নিয়মিত পরিবেশনা ছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করে রেডিও তেহরানের বাংলা বিভাগ। সেই ধারাবাহিকতায় গত সোমবার থেকে শুরু হয়েছে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠান, নাম- 'সোনালী সময়'।
তারুণ্যের শৃঙ্খলা সম্পর্কিত নতুন এ ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম পর্ব উপস্থাপনায় ছিলেন আকতার জাহান ও নাসির মাহমুদ। তাদের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি হৃদয়গ্রাহী হয়ে উঠে।
তারুণ্যই মানব জীবনের শ্রেষ্ঠ সময়। একে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে মানব জীবন ব্যর্থ হতে পারে। তাই এর গুরুত্ব ও ব্যবহারের কৌশল নিয়ে প্রচারিত এ ধারাবাহিকটি যে শ্রোতাদের ভালো লাগবে, তা প্রথম পর্ব শুনেই অনুধাবন করতে পারলাম। অনুষ্ঠানটির প্রথম পর্বটিই আমাদের হৃদয়-মন কেড়ে নিয়েছে। বুঝিয়ে দিয়েছে এ থেকে শেখার আছে অনেক কিছু, অনুপ্রাণিত হওয়ার আছে অনেক কথা।
মানব জীবনের শিশুকাল, তারুণ্য, যৌবন ও বার্ধক্যকালের মধ্যে তারুণ্য্য ও যৌবনকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় একদিকে থাকে দুর্লভ সাহসিকতা, অনদিকে থাকে পদস্খলনের আশংকা। দেশ ও নীতির জন্য জীবন দিতে তরুণ কখনো দ্বিধা করে না, মনুষ্যত্ব ও মানবিকতার জন্য সব ত্যাগ করতে যুবকের দ্বিতীয়বার ভাবতে হয় না। তরুণ অসীম শক্তিশালী, যুবক পরাক্রমশালী। বিশ্বজগতে সে সব পারে।
আবার মানুষ অমানুষ হয়ে উঠে এ যৌবনকালেই। সে তার নিজের শক্তি ও যোগ্যতা ব্যবহার করে মন্দ কাজে। তারুণ্যই তাকে বিপথে চালিত করে। কিন্তু যে বা যারা এ সোনালী সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারে, তারাই সফল। তারই দৃষ্টান্ত। তাই আমাদের প্রত্যেকে তরুণ ও যুবকদের নৈতিকতাসম্পন্ন হতে হবে, ইসলামের রীতিনীতির অনুসরণীয় হতে হবে। কেননা যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।
এমন সুন্দর ও শিক্ষণীয় একটি অনুষ্ঠান প্রচার শুরু করে রেডিও তেহরান বিশ্বের আপামর শ্রোতাদেরকে সঠিক পথে চালিত করতে সক্ষম হবে বলেই বিশ্বাস করি। আমরা এ অনুষ্ঠানের বহুল প্রচার যেমন কামনা করি, তেমনি এর শিক্ষা যেন প্রতিটি তরুণ, প্রতিটি যুবক নিজ জীবনে প্রয়োগ করে- সে প্রত্যাশাও করি।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
(মনিটর, রেডিও তেহরান)
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯