'সোনালি সময় অনুষ্ঠানটি যৌবনকালকে সঠিকপথে পরিচালনার এক গাইডলাইন'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান তারুণ্যের শৃঙ্খলা সম্পর্কে দিকনির্দেশনামূলক নতুন ধারাবাহিক 'সোনালি সময়'-এর প্রথম পর্ব শুনলাম। পর্বটি আমার এত ভালো লেগেছে যা বলে শেষ করা যাবে না। ইসলাম ধর্মের আলোকে যৌবনকালের গুরুত্ব নিয়ে আলোচনা বেশ লেগেছে। কিভাবে যৌবনকালে চলতে হবে তার সুন্দর সাবলীল ব্যাখ্যা অতুলনীয়।
যৌবনকাল, যৌবনের মেধা, তারুণ্যময় উদ্দীপনায় জাগ্রত যুবসমাজ একটি সমাজকে যেমন উন্নত শিখরে নিতে পারে আবার ধ্বংসের প্রলয়ে ভাসিয়েও দিতে পারে। যৌবন ও তারুণ্যের পর্যায় আমাদের জীবনের শৈশব থেকে বার্ধক্যকালের সবচেয়ে সোনালী সময় অর্থাৎ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যৌবনকাল হলো আমাদের জীবনের বসন্তকাল। মানুষের আয়ু বা পার্থিব জীবন মহান আল্লাহতালার সবচেয়ে বড় নিয়ামতগুলোর অন্যতম। তারুণ্যকাল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ।
যৌবনকালে আমাদের মনে জেগে ওঠে বিচিত্র বাসনা ও চিন্তা-চেতনা যা আমাদের মূল্যবোধকে অবক্ষয়ের দিকে নিয়ে চলে। আদর্শ চেতনা ও সৃজনশীলতায় ঈমান ও জ্ঞানের নিয়ন্ত্রণে যৌবনকালকে এগিয়ে নেবে মানবীয় উচ্চতর কল্যাণের দিকে। মহান আল্লাহ আমাদের যৌবনকালের আমল, ইবাদতকে যেমন বেশি গুরুত্ব দিয়েছেন ঠিক তেমনি হাশরের ময়দানে বিচার করা হবে যৌবনকালের কৃতকাজের হিসাব নিয়ে।
যৌবনের ইবাদত মহান আল্লাহ পছন্দ করেন। যৌবনের কোমল মনকে যেন মহান আল্লাহতালা ও হয়রত মুহাম্মদ (সা.)-এর নির্দেশনায় বাস্তবায়ন করে ঈমান নিয়ে চলতে পারি তার এক গাইডলাইন হলো সোনালি সময় অনুষ্ঠান। ইনশাআল্লাহ "সোনালী সময়" অনুষ্ঠানটি সবার মনে ব্যাপক সাড়া ফেলবে। আল্লাহ হাফেজ।
শুভেচ্ছান্তে
মো: হোসাইন মুসা
সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী
ই-মেইল: [email protected]
পার্সটুডে/আশরাফুর রহমান/২০