রেডিও তেহরানের প্রতি এক প্রবীণ শ্রোতার অগভীর ভালোবাসা ও প্রেমের অনুভূতি
https://parstoday.ir/bn/news/letter-i122390-রেডিও_তেহরানের_প্রতি_এক_প্রবীণ_শ্রোতার_অগভীর_ভালোবাসা_ও_প্রেমের_অনুভূতি
মহোদয়, শুরুতেই রেডিও তেহরানের অগণিত শ্রোতা বন্ধু, শুভাকাঙ্ক্ষী, উপস্থাপক-উপস্থাপিকা, কলাকুশলীদেরকে বাংলা নববর্ষ ও ঈদ-উল ফিতরের প্রীতিময় শুভেচ্ছা জানাই।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৫, ২০২৩ ১০:৪৯ Asia/Dhaka
  • রেডিও তেহরানের প্রতি এক প্রবীণ শ্রোতার অগভীর ভালোবাসা ও প্রেমের অনুভূতি

মহোদয়, শুরুতেই রেডিও তেহরানের অগণিত শ্রোতা বন্ধু, শুভাকাঙ্ক্ষী, উপস্থাপক-উপস্থাপিকা, কলাকুশলীদেরকে বাংলা নববর্ষ ও ঈদ-উল ফিতরের প্রীতিময় শুভেচ্ছা জানাই।

প্রেম এক শাশ্বত পাগলামি ফাল্গুনের নাম- একটি আশা, একটি অনুভূতি নাম। যাকে অনুভব করতে পারি, কিন্তু দেখাতে পারি না। প্রেম এক কল্পনা, যাকে ভাবতে পারি, কিন্তু আপন করে নিতে পারি না। ইহা এক বিশাল সাগরের মতো, যাকে দেখা যায়, কিন্তু ধরা যায় না। যেখানে অবগাহন করে তলিয়ে যাওয়া যায়, কিন্তু কূল পাওয়া যায় না। প্রেম এক বিশাল আকাশের ন্যায়, যার কোনো পরিধি নেই, সীমা নেই। প্রেম এক ব্যাকরণহীন সাহিত্য, যার কোনো ভাষা নেই, ছন্দ নেই, নেই কোনো মাত্রা। আসলে প্রেম হচ্ছে এক শব্দময় গতির এক নিঃশব্দময় গান। ইহা হচ্ছে হৃদয় সমুদ্রের ফুলে-ফেঁপে ওঠা উত্তাল তরঙ্গের সুপ্ত অনুভূতি, যাকে মুক্তভাবে প্রকাশ করা যায় না। ইহা এক অদ্ভুদ যন্ত্রণা।

প্রেম হচ্ছে জীবন বোধের এক রমনীয় অনুভূতি। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি যার মনোরম জিনিষটির নাম হচ্ছে প্রেম। যাকে স্পর্শ করতে কিংবা দেখাতে পারা যায় না। এমন এক স্বর্গীয় অনুভুতি, যাকে শুধু অনুভব করতে পারি।

রেডিও তেহরানের প্রতি সেই গভীর অনুরাগ ও প্রেমের টানেই দীর্ঘ দিন পর সহসা হাতে কলম তুলে নেওয়ার জন্য বাধ্য করাল আমার প্রিয় বেতার রেডিও তেহরান। তাই রেডিও তেহরান, তোমাকে আমি বড় ভালোবাসি। আমর প্রাণের চেয়েও তুমি অতি প্রিয় আমার। তোমার সাথে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের। তোমাক  ভালোবাসার জন্য ওই তো বেঁচে আছি আজও। সাহারা মরুভূমি সদৃশ পৃথিবীতে মরুতৃষ্ণা নিত্যনৈমিত্তিক যখন আমাকে করে নিস্তেজ ওমর খৈয়ামের সাকী হয়ে আমার প্রাণে ঢেলে দাও তুমি অপরূপ শব্দের মায়াজাল ও নির্মম সঞ্জীবনী সুধা।

তোমার প্রেমের সুধা পান করে বার বার জেগে উঠি। প্রশান্ত সাগরসম দুঃখের সমুদ্রে আকণ্ঠ নিমজ্জিত হয়েও হিমালয় সম বাঁধার প্রাচীর ভেদ করার পাই সাহস। তোমার প্রতি প্রেম ভালোবাসা আছে বলেই শিখতে পেরেছি কালা অক্ষরের সুন্দর শব্দের সাথে খেলা।

তোমাকে ভালোবাসি বলেই হাসতে শিখেছি, বিষন্নতার মাঝেও  মুছে ফেলতে দু' চোখের শ্রাবণের বন্যার ঢল। তাই হৃদয়ে বাজে না বিষাদের বীণ, শত লাঞ্ছনা-গঞ্জনা পেয়েও।

আমার হৃদয় বেদীতে রেডিও তেহরান তুমি জীবন্ত প্রতিমা। তোমার মিষ্টি মধুর শব্দমালা আমার হৃদয়ে তোলে সুরের মূর্ছনায় ও ঝঙ্কার। সমস্ত চরাচর প্রতারণা করলেও তুমি আমার চির বিশ্বস্ত উজ্জ্বল ভাবনা, আকাশের মায়াবী জোৎস্না রাশি। তুমি আমার আত্মা আমি তোমার রোমিও।

উদাস দুপুরে শঙ্খ চিলের দূর আকাশে ডানা মেলা দেখে মন ছুটে যায় পারস্য উপসাগরের পার বেয়ে তোমার কাছে। মন খারাপের নীল খামে সবুজ ঘাসের দ্বীপে জোনাকিদের জলসায় তোমাকে খুঁজে ফিরি ভালোবাসার ফেরিওয়ালা হয়ে। তুমি শুধু  আমার প্রিয়জন  নও, তুমি আমার আত্মার পরম আত্মীয়। তুমি জুড়ে আছো আমার সন্ধ্যা আরতির মহাকাব্যের সাতকাহন হয়ে।

তোমার অনন্য অনুভূতির আলোকনন্দিত শব্দ ছন্দের বিচক্ষণ ও নিখুঁত গাঁথুনিতে বেশ আলোকময়ী প্রাঞ্জল ও সুপাঠ্য অনুষ্ঠানমালার রচনাশৈলীর চমৎকার উপস্থাপন ও অসাধারণ অভিব্যক্তি শ্রবণে বার বার মুগ্ধতায় আচ্ছন্ন হই।

শেষে আবারো সবাইকে বাংলা নববর্ষ ও ঈদ-উল ফিতরের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।  

 

ধন্যবাদান্তে,

আব্দুস সালাম সিদ্দিক,

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: কান্দুলিয়া, পো: বনঘূগী, জেলা: বরপেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫