শ্রোতাদের মতামত
'কথাবার্তা' রেডিও তেহরানের অসাধারণ একটি অনুষ্ঠান
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। কথাবার্তা রেডিও তেহরানের অসাধারণ একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠান শোনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের অধিকাংশ পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো আমাদের জানা হয়ে যায়। এমন চমৎকার একটি অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমের দাপটের মধ্যেও মানুষ প্রিন্টেড পত্রিকার প্রতি আগ্রহ হারায়নি। ইলেকট্রনিক মিডিয়ার কবলে থেকেও পত্রিকার আমেজ কেউ ভুলতে পারে না। কিন্তু সাধারণ একজন ব্যক্তির পক্ষে প্রতিদিন বাংলাদেশ ও ভারতের সবকয়টি পত্রিকা ক্রয় করা সম্ভব নয়। আর তা সহজলভ্যও নয়। তবে মানুষের শখ ও সাধ্যকে বাস্তবায়ন করে দিচ্ছে রেডিও তেহরান, রেডিও তেহরানের কথাবার্তা অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানটি শুনলেই অনেকগুলো পত্রিকা পড়ার আনন্দ পাওয়া যায়।
২৭/০৪/২০২৩ (বৃহস্পতিবার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে কথাবার্তা অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার খবর ছাড়াও সিরাজুল ইসলামের বিশ্লেষণ প্রচারিত হয়। পত্রপত্রিকার শিরোনাম ও খবরগুলো যেমন ভালো লেগেছে, তেমনি খবরের দুটি বিশ্লেষণও ভালো লেগেছে।
ওইদিন কথাবার্তার উপস্থাপনায় ছিলেন আশরাফুর রহমান। তাঁর সাবলীল উপস্থাপনায় বাংলাদেশের আটটি পত্রিকার এবং ভারতের তিনটি পত্রিকার শিরোনাম জানা হল; জানা হল গুরুত্বপূর্ণ খবরগুলো। শিরোনামের পর মানবজমিনের একটি খবর নিয়ে বিশ্লেষণ করেন সিরাজুল ইসলাম। তাঁর বিশ্লেষণ থেকে বাংলাদেশের নির্বাচন বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আগ্রহের বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে। বৈশ্বিক চাপের ফলে এদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি প্রত্যাশা করেন।
এছাড়া শি জিনপিং ও জেলেনস্কির টেলিফোন আলাপ নিয়েও সিরাজুল ইসলাম কথা বলেন। চীন যে রাশিয়ার বন্ধুত্ব অক্ষুণ্ন রেখেই এ সংলাপ চালিয়েছে তাতে কোন সন্দেহ নেই। নতুন বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র আর সর্বেসর্বা নয়, এখন বরং চীন-রাশিয়া বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত। চীন ইতোমধ্যে ইরান ও সৌদি আরবের মধ্যে মধ্যস্থতা করে সফল হয়েছে। বিশ্বে এখন চীন-রাশিয়ার প্রভাব বাড়ছে। এমন একটি পরিস্থিতিতে শি জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোনালাপে নিজেদের সক্ষমতা ও শক্তিমত্তার পরিচয় দিয়েছেন।
পরিশেষে আবারো বলতে চাই, কথাবার্তা রেডিও তেহরানের অনন্যসাধারণ এক অনুষ্ঠান। আমরা শ্রোতারা প্রতিদিন এ অনুষ্ঠান শুনার অপেক্ষায় থাকি।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।