শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের মাসিক শ্রেষ্ঠ শ্রোতা হতে পেরে খুবই আনন্দিত'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমাকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত করায় রেডিও তেহরানের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। শ্রেষ্ঠ শ্রোতা হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি নিজেকে ধন্য মনে করছি।
বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সিনিয়র শ্রোতাবন্ধু আব্দুল কুদ্দুস মাস্টার মহাশয়ের একান্ত অনুপ্রেরণায় আমি ২০২২ সালের ডিসেম্বর মাসে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনা শুরু করি। রেডিও তেহরান শোনা শুরু করার মাত্র এক সপ্তাহের মধ্যে প্রিয়জন অনুষ্ঠানের প্রযোজক শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাই আমাকে ফোন করে অনুষ্ঠানের বিষয়ে একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। প্রিয়জন অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পরে আমি অতি আনন্দিত হয়েছিলাম ৷
শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাইয়ের আন্তরিকতায় আমি রেডিও তেহরানের প্রতি অতি উৎসাহিত হই এবং সপ্তাহে অনুষ্ঠানের বিষয়ে ইমেইলের মাধ্যমে মতামত জানানো শুরু করি। এছাড়া, নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রেডিও তেহরানের খবরের লিংক বিভিন্ন গ্রুপে শেয়ার করি ৷
মাত্র চার মাসে রেডিও তেহরানে যুক্ত থেকে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাই ও শ্রদ্ধেয় আব্দুল কুদ্দুস মাস্টার ভাইয়ের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখন থেকে রেডিও তেহরানে নিয়মিত যুক্ত থেকে আগের থেকে বেশি বেশি করে মতামত জানানোর চেষ্টা করব।
সহিদুল ইসলাম
শীতলকুচি, কোচবিহার,
পশ্চিমবঙ্গ ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭