শ্রোতাদের মতামত
'শোকাবহ মহররম উপলক্ষে ১০ পর্বের বিশেষ অনুষ্ঠান ছিল জনপ্রিয়তার শীর্ষে'
প্রিয় রেডিও তেহরান, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। সকল কর্মকর্তাকে জানাই কৃতজ্ঞতা আর রেডিও তেহরানের জন্য আমার হৃদয়ের বাগান থেকে বুকভরা ভালোবাসা।
রেডিও তেহরানের আমি একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিনের মত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি আমার বন্ধুদেরকে নিয়ে এবং রেডিও তেহরান না শুনলে ভালোই লাগে না। প্রতিদিন অর্থসহ কুরআন তেলাওয়াত ও অনুষ্ঠানসূচি, বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত, কথা-বার্তা, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান এসব অনুষ্ঠান খুবই ভালো লাগে শুনতে।
তবে গত ১৯ শে পহেলা মহরম থেকে শুরু করে ২৯শে জুলাই ১০ই মহররম পর্যন্ত ১০টি পর্ব শোকাবহ আশুরা উপলক্ষে বিশেষ আলোচনা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে; যা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ প্রতিটি অনুষ্ঠান ছিল জানার ও জ্ঞানমূলক।
এই পর্বগুলো শুনে জানা গেল পবিত্র আশুরা ইতিহাস ও ইমাম হোসেনের কারবালার প্রান্তরের পটভুমি। এরকম বিশেষ অনুষ্ঠান প্রচার করায় জনপ্রিয়তা শীর্ষে অবস্থান রয়েছে রেডিও তেহরান। রেডিও তেহরানের পরিচালকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এরকম আরো বিশেষ বিশেষ অনুষ্ঠান প্রচার করার জন্য অনুরোধ রইল।
সবশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি রেডিও তেহরানের উত্তরাত্তর মঙ্গল কামনা করছি।
মিয়া মোহাম্মদ ছিদ্দিক
সভাপতি, কটিয়াদী বেতার বন্ধু পরিষদ
ক্রীড়া সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ,
গ্রাম: চরঝাকালিয়া, পো: জালালপুর, থানা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।