অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যপদ পাওয়ায় ইরানকে অভিনন্দন
https://parstoday.ir/bn/news/letter-i127272-অর্থনৈতিক_জোট_ব্রিকসের_সদস্যপদ_পাওয়ায়_ইরানকে_অভিনন্দন
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন ইরানকে পূর্ণ সদস্যপদ দেয়া হয়েছে, যা আগামী ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে কার্যকরী হবে। বিশ্বের বৃহৎ অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হওয়ায় অভিনন্দন জানাই ইরানকে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৫, ২০২৩ ১৭:০৫ Asia/Dhaka
  • অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যপদ পাওয়ায় ইরানকে অভিনন্দন

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন ইরানকে পূর্ণ সদস্যপদ দেয়া হয়েছে, যা আগামী ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে কার্যকরী হবে। বিশ্বের বৃহৎ অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হওয়ায় অভিনন্দন জানাই ইরানকে।

রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজ (২৪/০৮/২০২৩, বুধবার) বিশ্বসংবাদ প্রচারের সময় একটি খবর আমাদেরকে উৎসুক করে তুলে। আর তা হলো: ব্রিকসের নয়া সদস্য হলো ইরান। আমেরিকা ও তাদের দোসরদের নানা নিষেধাজ্ঞার কবলে থেকে ইরানের অর্থনীতি যখন পর্যদুস্ত, তখন পাশে দাঁড়ায় রাশিয়া-চীন ব্লকের সুহৃদ দেশগুলো। ফলে নিষেধাজ্ঞা অনেকটা অর্থহীন হয়ে পড়ে।

তবে ব্রিকসে যোগ দেয়ার ফলে ইরান এখন নতুনভাবে অর্থনীতিতে গতি ফিরে পাবে। কেননা, বিশ্বের অর্ধেকেরও বেশি লোক এখন ব্রিকসের সদস্য।

উল্লেখ্য যে, ব্রিকস হলো উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশ তথা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে নামকরণ করা একটি অর্থনৈতিক জোট। দেশের জনসংখ্যা, ভৌগোলিক আয়তন ও অর্থনৈতিক আকারের দিক থেকে ব্রিকস জোট বর্তমান বিশ্বে একটি বড় শক্তি।

ব্রিকসের বর্তমান পাঁচটি সদস্য দেশ প্রায় ৩২০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০%। অন্যদিকে এ পাঁচটি দেশ পৃথিবীর ২৫% এলাকা জুড়ে রয়েছে এবং বৈশ্বিস জিডিপির প্রায় ২৫% এ দেশগুলোর। শুধু তাই নয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ৪৩% নিয়ন্ত্রণ করে এ পাঁচটি দেশ এবং বিশ্বে যত পণ্যসেবা উৎপাদিত হয় তার ২১% আসে এ দেশগুলো থেকে।

এতো গেল শুধু ব্রিকসের পাঁচটি দেশের কথা। কিন্ত বর্তমানে ৪০টিরও বেশি দেশ এ জোটে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে, ২২টি দেশ এতে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে আজ (২৪/০৮/২০২৩) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত সম্মেলন থেকে ৬টি দেশকে ব্রিকসের নয়া সদস্য হিসেবে অনুমোদন করা হয়। এ ৬টি দেশ হলো ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আর্জেন্টিনা ও ইথিওপিয়া। এর ফলে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের অর্থনৈতিক জোটে পরিণত হলো ব্রিকস।

বাংলাদেশও এ জোটে যোগ দিতে ইচ্ছুক। আমরা আশা করি, অদূর ভবিষ্যতে বাংলাদেশ এ জোটের সদস্যপদ পাবে।

সবশেষে আমরা ব্রিকস জোটের সাফল্য কামনা করি। এবং এ জোটের সদস্যপদ পাওয়ায় ইরানকে আবারো অভিনন্দন জানাই।    

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।