শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান নিরপেক্ষতা বজায় রেখে অনুষ্ঠান নির্মাণ করে'
আসসালামু আলাইকুম। আশাকরি রেডিও তেহরান বাংলা বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলে ভালো ও সুস্থ আছেন। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত একজন শ্রোতা।
রেডিও তেহরান আমার পছন্দের গণমাধ্যম। কেননা, রেডিও তেহরান বাংলা ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারার অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে নিরপেক্ষতা বজায় রেখে। অনুষ্ঠান শুনতে এটি আমাকে খুবই প্রভাবিত করে।
রেডিও তেহরান থেকে প্রচারিত ৪ সেপ্টেম্বরের বিশ্ব সংবাদ ভালো লেগেছে। সেদিনের দৃষ্টিপাত অনুষ্ঠানে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রতিবেদনটিও ভালো লেগেছে। ওইদিন পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা উপস্থাপনা করেন মুজাহিদুল ইসলাম ও বাবুল আকতার ভাই। তাঁদের উপস্থাপনা ছিল অসাধারণ ও অতুলনীয়।
চিঠিপত্রের আসরে প্রিয়জনে শ্রোতাদের প্রশ্নের জবাবদানে আশরাফ ভাইয়ের উত্তর ছিল চমৎকার ও মাধুর্যপূর্ণ। বরাবরের মত যা আমাকে ও শ্রোতাদের মনে দোলা দিয়ে যায়। রেডিও তেহরান প্রতিটি শ্রোতার মনে স্থায়ীভাবে জায়গা করে নিক- এ কামনায় বিদায় নিচ্ছি।
মোঃ মাসুদ রানা খান
সাধারণ সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর
সভাপতি, অ্যামিটি বেতার শ্রোতাক্লাব
মাহিগঞ্জ, রংপুর।
পার্সটুডে/আশরাফুর রহমান/৬