'রংধনু আসরে মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার গল্পগুলো দারুণভাবে উপভোগ করলাম'
https://parstoday.ir/bn/news/letter-i127936-'রংধনু_আসরে_মোল্লা_নাসিরউদ্দিন_হোজ্জার_গল্পগুলো_দারুণভাবে_উপভোগ_করলাম'
আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। বেশ কিছু দিন পর আমার প্রিয় বেতার রেডিও তেহরান বাংলা বিভাগের প্রিয়জন অনুষ্ঠানে চিঠি লিখছি। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১৬:১৬ Asia/Dhaka
  • 'রংধনু আসরে মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার গল্পগুলো দারুণভাবে উপভোগ করলাম'

আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। বেশ কিছু দিন পর আমার প্রিয় বেতার রেডিও তেহরান বাংলা বিভাগের প্রিয়জন অনুষ্ঠানে চিঠি লিখছি। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন।

আজ যে অনুষ্ঠান নিয়ে লিখছি তা হলো রংধনু। রংধনু আসরে মোল্লা নাসিরউদ্দিন মাহমুদ আল খায়ির পরিচিতি ও তাঁর সুন্দর চারটি মজার গল্প শুনলাম। অত্যন্ত ভালো লাগল, দারুণভাবে উপভোগ করলাম। আমাদের স্কুলের লাইব্রেরিতে মোল্লা নাসিরউদ্দিনের গল্পের বই থাকলেও আজকের গল্পগুলো আমার একেবারেই অজানা। তাই উপভোগটা আরো ভালো ভাবে করলাম।

এছাড়া, আসরের শেষের দিকে চট্টগ্রাম মহানগরীর নিহারিকা ফুলকুঁড়ি আসরের সদস্য মুজাহিদ, রাজা, আহমদ, তাহমিদ, নুওয়াইসির ও তানজিমের কণ্ঠে 'কঁচি কাঁচার ভিড়ের মেলায় আয়রে ছুরে আয়' শিরোনামের একটি দেশের গান শুনলাম। রংধনু আসরের এ পর্বটিও সুন্দরভাবে গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। ভাইকে আন্তরিক ধন্যবাদ।

রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আবারও কথা হবে ইনশাআল্লাহ। ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। সুন্দর ও সুস্থ থাকবেন। আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো। খোদা হাফেজ।

 

মহ: হাফিজুর রহমান

চুপী মিলন সংঘ

গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০