'রেডিও তেহরানের মাধ্যমে আমার জীবনের লক্ষ্যমাত্রার সঠিক পথ খুঁজে পাই'
https://parstoday.ir/bn/news/letter-i128222-'রেডিও_তেহরানের_মাধ্যমে_আমার_জীবনের_লক্ষ্যমাত্রার_সঠিক_পথ_খুঁজে_পাই'
জনাব। আসসালামু আলাইকুম। আশা করি রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুরা ভালোই আছেন। রেডিও তেহরান আমার জন্যে এক আদর্শের নাম। কারণ রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানমালার মাধ্যমেই আমার জীবনের লক্ষ্যমাত্রার সঠিক পথ খুঁজে পাই।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ০৯:৪৭ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের মাধ্যমে আমার জীবনের লক্ষ্যমাত্রার সঠিক পথ খুঁজে পাই'

জনাব। আসসালামু আলাইকুম। আশা করি রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুরা ভালোই আছেন। রেডিও তেহরান আমার জন্যে এক আদর্শের নাম। কারণ রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানমালার মাধ্যমেই আমার জীবনের লক্ষ্যমাত্রার সঠিক পথ খুঁজে পাই।

গত ১৫/০৯/২০২৩ তারিখের সাক্ষাৎকারভিত্তিক পর্ব 'আলাপন'-এ অধ্যাপক রুহুল আমিনের তৃতীয় পর্বের সাক্ষাৎকার শুনে বেশ ভালো লাগল। একই দিনের সাপ্তাহিক অনুষ্ঠান 'সুন্দর জীবন' আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। তাছাড়া কুরআন থেকে তেলাওয়াত আমাকে সব সময় ভীষণভাবে মুগ্ধ করে। 

তার আগের দিনের আয়োজনে ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওফাত এবং তার নাতি ইমাম হাসান (আ.)-এর শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা।  অনুষ্ঠানটি আমার কাছে খুব ভালো লেগেছে, যা থেকে জানতে পেরেছি আমার অজানা সব তথ্য।

পাশাপাশি ১৬ সেপ্টেম্বর তারিখে বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত থেকে পাওয়া তথ্যগুলো ভীষণ ভালো লাগল। সেদিনই হযরত ইমাম রেজা (আ.)-এর শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটিও ছিল তথ্যবহুল এবং আশরাফুর রহমানের কণ্ঠে পত্রপত্রিকার অনুষ্ঠান কথাবার্তায় বাছাইকৃত শিরোনামগুলো ছিল আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। কথাবার্তার আসর আমার বরাবরই ভালো লাগে।

সুন্দর সুন্দর অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে রেডিও তেহরান শ্রোতাদের আরও কাছে আসুক- এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।

 

প্রেরক- 


এম. জামাল আহমেদ সুবর্ণ
সভাপতি- ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব
কানখরদী, বোয়ালমারী, ফরিদপুর-৭৮৬০ 
বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।