শ্রোতাদের মতামত
আত্মিক টানেই প্রতিদিন শুনি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান
জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরানের অনুষ্ঠানের ওপর কেমন যেন একটা আত্মিক টান অনুভব করি। তাই ব্যস্ততার কারণে নিয়মিত চিঠি লিখতে না পারলেও অনুষ্ঠান শোনা থেকে বঞ্চিত হই না কখনো।
গত ১৯/৯/২০২৩ এবং ২০/৯/২০২৩ তারিখের অনুষ্ঠান শুনলাম। ওই দুই দিনের অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও তর্জমা, বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত ভালো লেগেছে। দৃষ্টিপাত অনুষ্ঠানে বাংলাদেশের ভূমিকম্প নিয়ে আলোচনা খুব সময়োপযোগী হয়েছে বলে মনে করি।
দর্পন অনুষ্ঠান থেকে জানতে পারলাম পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্য পতনের কারণ ও ফলাফল সম্বন্ধে। এতে 'সিংহের লেজ নিয়ে খেলা করো না' গল্পটা বেশ শিক্ষণীয় ও উপভোগ্য ছিল।
স্বাস্থ্যকথা অনুষ্ঠানের নবম পর্বে ডা. আবু কামরান রাহুলের সঙ্গে সাক্ষাৎকার থেকে ডায়াবেটিস নিয়ে কিছু ধ্যান-ধারণার কথা বেশ ভালো লাগল। এ থেকে জানতে পারলাম যে, ডায়াবেটিস ছোঁয়াচে রোগ নয়, ডায়াবেটিস রোগে একবারেই মিষ্টি খেতে পারবে না এমনটা নয়, একবার ইনসুলিন নেওয়া হলে চিরদিন ইনসুলিন নিতে হবে তার কোনো মানে নেই- ইত্যাদি। একইসাথে জানতে পারলাম ডায়াবেটিস চার্টের গুরুত্বও।
কুরআনের আলো অনুষ্ঠানে সুরা কলমের ৪৮ থেকে ৫২ নং আয়াতের অর্থসহ তেলাওয়াত ও তফসির থেকে জানতে পারলাম হজরত ইউনুস (আ,)-এর ঘটনার কারণ ও তাৎপর্য। কুরআন সমগ্র বিশ্ববাসীর কাছে উপদেশ ছাড়া আর কিছুই নয়। এটা কোনো নবী ও রসুলের ব্যক্তিগত কোনো কথা নয়। এটা একমাত্র আল্লাহপাকের পবিত্র বাণী।
এই দু'দিনের অনুষ্ঠান ছিল বেশ জ্ঞানবর্ধক ও শিক্ষণীয়। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য নাসির মাহমুদ, বাবুল আখতার, রেজওয়ান হোসেন ও গাজী আব্দুর রশিদ ভাইকে জানাই আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা।
আজ আর নয়। কথা হবে আগামী চিঠিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল। সালামান্তে,
নিজামুদ্দিন শেখ
সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব
গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া
জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২১