শ্রোতাদের মনে বিপ্লব ঘটিয়ে চলেছে রেডিও তেহরান
https://parstoday.ir/bn/news/letter-i128490-শ্রোতাদের_মনে_বিপ্লব_ঘটিয়ে_চলেছে_রেডিও_তেহরান
মহাশয়, নমস্কার। রেডিও তেহরান আমাদের অজ্ঞতা দূর করে হয়ে উঠেছে শ্রোতাদের পরম বন্ধু। জগতের কত অচেনা অজানা ঘটনা অত বিচিত্র কীর্তি কাহিনী আমাদের অগোচরে থেকে যায়। সেই অজ্ঞাত বিষয়কে আমাদের চোখের সামনে মেলে ধরে রেডিও তেহরান, জ্ঞানের বার্তাবহ, অবকাশের সঙ্গী, আনন্দের অনির্বচনীয় বাণী দূত।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১৫:০৫ Asia/Dhaka
  • শ্রোতাদের মনে বিপ্লব ঘটিয়ে চলেছে রেডিও তেহরান

মহাশয়, নমস্কার। রেডিও তেহরান আমাদের অজ্ঞতা দূর করে হয়ে উঠেছে শ্রোতাদের পরম বন্ধু। জগতের কত অচেনা অজানা ঘটনা অত বিচিত্র কীর্তি কাহিনী আমাদের অগোচরে থেকে যায়। সেই অজ্ঞাত বিষয়কে আমাদের চোখের সামনে মেলে ধরে রেডিও তেহরান, জ্ঞানের বার্তাবহ, অবকাশের সঙ্গী, আনন্দের অনির্বচনীয় বাণী দূত।

মনের প্রতি জমিতে সোনার ফসল ফলায় রেডিও তেহরান। প্রতিনিয়ত আমরা সমৃদ্ধ হই চেতনার আলোকে। মানুষ নিজের মধ্যে বিশ্বকে এবং বিশ্বের মধ্যে নিজেকে দেখতে পায়। বিজ্ঞানের যুগে আজ হাজির নানা মাধ্যম তবুও রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা অস্বীকার করা যায় না।

শ্রোতাদের মনে বিপ্লব ঘটিয়ে চলেছে রেডিও তেহরান। যেকোনো মাধ্যমের মতো রেডিও তেহরানও গণচেতনা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। মানুষের জানার আগ্রহ ও জ্ঞানের ক্ষুধাকে পরিপূর্ণতা এনে দিচ্ছে রেডিও তেহরান। সামাজিক বোধ সৃষ্টি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রকাশ, সুকুমার বৃত্তির জাগরণ, সুস্থ সংস্কৃতি বোধের উন্মেষ এবং ধর্মীয় ভাবাবেগের উন্মেষ ঘটাতে পারলেই আসবে গণচেতনা। গণচেতনা সৃষ্টিতে রেডিও তেহরানের ভূমিকা অনন্য।

রেডিও তেহরানের অনুষ্ঠানমালা শ্রবণের মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতা। জেগে উঠে চেতনা। নিরক্ষরতার অন্ধকার দূরীভূত হয়ে জেগে ওঠে জ্ঞানের আলো। তাই আজ শুধু ইরান নয়, সমগ্র বিশ্বের শ্রোতা সমাজের কাছে রেডিও তেহরান অন্যতম পবিত্র ক্ষেত্র।

'হিংসার উন্মক্ত পৃথী, নিত্য নতুন দ্বন্দ্ব' -আশা নিরাশার দোলায় দোদুল্যমান আমাদের চিন্তা, চেতনা, মন ও মানসিকতার ক্ষেত্র। অহংকারী মানুষের চিত্রপটে আঁকা হয়ে চলেছে সেই ছবি। গোটা পৃথিবী আজ কলুষিত, কলুষিত মানুষের মন। মুক্তি কোথায়? মানুষের চেতনায়, মননে, হৃদয়বত্তায়। মানুষের এই গুণগুলি এনে দিতে পারে তার চেতনার উন্মেষ। রেডিও তেহরানই কেবল পারে তার চেতনার উন্মেষ ঘটাতে। তাই প্রয়োজন রেডিও তেহরানের বিস্তার। আধুনিক বিশ্বে রেডিও তেহরান জ্ঞান-বিজ্ঞান ও আন্তর্জাতিক মেলবন্ধনের অন্যতম ক্ষেত্র হয়ে উঠছে। শ্রোতাদের চেষ্টা হবে রেডিও তেহরানের বিস্তার এবং তার উন্নতি সাধন।

 

 

ধন্যবাদান্তে

 

বিধান চন্দ্র সান্যাল

ঢাকা কলোনী, বালুরঘাট

দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।