শ্রোতাদের মতামত
যেসব কারণে রেডিও তেহরানের কাছে আমাদের অশেষ ঋণ
আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান আমাদের কেবল প্রিয় অনুষ্ঠানই নয় বরং আমাদের সুহৃদ, স্বজন, শিক্ষক আর পথ-প্রদর্শক।
নব্বইয়ের দশকের প্রথম থেকে প্রতিদিন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত একটি ঘণ্টা আনন্দময় ও প্রয়োজনীয় সময় কাটানোতে এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ছাড়া আমাদের কোনো একটি পূর্ণাঙ্গ দিনও ভাবতে পারি না। যদিও পারিবারিক আর কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য নিরলস প্রচেষ্টায় ব্যাঘাত ঘটেছে বার বার। তবুও অভিন্ন হৃদয়ের পরম বন্ধু হিসেবে বারবার রেডিও তেহরানের কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি।
বিশ্ব তথা আমাদের স্বপ্নের ভূমি ইরান সমন্ধে আমাদের যেটুকু জ্ঞানলাভ ও জানাশোনা হয়েছে, তা কেবল রেডিও তেহরান নামক অনুপম বন্ধুর কারণেই সম্ভবপর হয়ে উঠেছে। তাই রেডিও তেহরানের কাছে আমাদের অশেষ ঋণ। এক সঙ্গে এতো বিপুল অথচ আকর্ষণীয় অনুষ্ঠান ও ওয়েব সাইটের মাধ্যমে তথ্য ও বর্ণনা আর অন্য কোনো বেতার মাধ্যমে আছে বলে বলে আমার জানা নেই। শ্রোতাদের চাওয়া পাওয়া ও চাহিদাকে প্রাধান্য দিয়ে শ্রোতা সুলোভ অনবদ্য, তথ্যসমৃদ্ধ, মনোমুগ্ধকর সুন্দর ও সার্থক অনুষ্ঠান রেডিও তেহরানের বাংলা বিভাগের এ অনবদ্য প্রয়াস। এই প্রয়াস ও প্রচেষ্টাকে আমি সবসময় কুর্নিশ জানাই। ইরান ও সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে আমাদের কৌতূহল মিটিয়ে চলেছে প্রতিনিয়ত। রেডিও তেহরান যেন আমাদের সামনে জ্ঞানের বৃদ্ধির এক অজানা রহস্যের দ্বার উন্মোচন করে চলেছে, প্রতিদিন, প্রতিমুহূর্ত।
প্রতিদিনের অনুষ্ঠান, ফেসবুক পোষ্ট, ওয়েব পেইজ, ইউটিউব ইত্যাদির মাধ্যমে আমাদের পাশে থাকাই অনুপম প্রয়াসকে আমি তাই সাধুবাদ জানাই মন থেকে। এমন আন্তরিকতা ও নিরলস কর্মতৎপরতাকে প্রশংসা করার ভাষা খুঁজে পাওয়া সত্যিই দুঃসাধ্য।
রেডিও তেহরান সব সময়েই প্রমাণ করে চলেছে, বাংলা ভাষায় এটি সবচেয়ে আকর্ষণীয়, সমৃদ্ধ ও শিক্ষণীয় রেডিও অনুষ্ঠান যা কেবল ইরানকে নয় গোটা দুনিয়াকে সুন্দর ও বস্তুনিষ্ঠরূপে তার বিপুল শ্রোতাদের সামনে উপস্থাপন করছে। বস্তুত, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আর ওয়েব পেজের মাঝে যে সোনা লুকিয়ে আছে, তা খুঁজে খুঁজে বের করার কী যে আনন্দ তা বলে বা লিখে বোঝানোর সঠিক ভাষা অভিধানে আছে কিনা তা নিয়ে আমার যথেষ্ঠ সংশয় রয়েছে। তাই আমি প্রতিদিন অনুষ্ঠান শুনি ও ওয়েব পেইজ দেখি।
সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান এবং আন্তর্জাতিক মানের তথ্যসমৃদ্ধ ওয়েব সাইট উপহার দেবার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগের সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, এবং সে সাথে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন। খোদা হাফেজ।
শুভেচ্ছান্তে
মহ: হাফিজুর রহমান
চুপী মিলন সংঘ
গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী
জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।